ফ্রিজ

138 6 0
                                    

১৫ নম্বর রোডের ১৮ নম্বর বাসার নিচতলার দুই রুমের ছোট্ট বাসাটায় দুই পিঠোপিঠি স্কুলপড়ুয়া ভাইবোনের মনে আজ ঈদের আনন্দ। আব্বু বলেছে ওদের বাসায় একটা ফ্রিজ কেনা হবে। প্রচন্ড গরমে যখন প্রতিবেশীদের বাসা থেকে বরফ চেয়ে আনতে হতো, দুই ভাইবোন ঠোঁট ফুলিয়ে ভাবতো, ওদের বাসায় কেন একটা ফ্রিজ নেই? ফ্রিজ থাকলে যখন ইচ্ছে ঠান্ডা পানি খাওয়া যেতো, নানান রকম জিনিসে বরফ জমানো যেতো, আরো কতো কি! পৃথিবীর এক বিশাল আনন্দ থেকে যেন বঞ্চিত ওরা দুই ভাইবোন।

অবশ্য ওরা এটাও জানতো, দুইটা খাট ছাড়া ওদের বাসায় যেখানে আর কোন আসবাবপত্র নেই, সেখানে ফ্রিজ তো বিলাসিতা। তবে ওদের দুচোখভরা স্বপ্ন ছিলো, একদিন ওদের বাসায়ও সবকিছু থাকবে, আর থাকবে সুন্দর একটা ফ্রিজ, যেখানে ওরা যখন তখন ইচ্ছেমতো বরফ জমাবে। আর সেইদিন অবশেষে চলে এসেছে, ওদের আব্বু অনেক বড় একটা চাকরি পেয়েছে যে! এবার ওদের সকল শখ পূরণ হবে।

ওদের পড়ার টেবিল, সোফাসেট, নতুন খাট, ডাইনিং টেবিল সবকিছু কেনার পর সবশেষে কেনা হলো ওদের আরাধ্য সেই ফ্রিজ। কিন্তু ফ্রিজ যে বাসায় আনার পর খোলা হলোনা, নতুন বাসায় চালু করা হবে ওটা। অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে ওরা নতুন বাসায় যাওয়ার। আর সেই সাথে চলতে থাকে এক নতুন এডভেঞ্চার। ফ্রিজে বরফ জমানোর জন্য পাত্র খোঁজা। লিচু জেলির কাপ থেকে শুরু করে কোকের ক্যান, কোন কিছুই বাদ পড়েনা ওদের সংগ্রহ থেকে। দুনিয়ার সকল বস্তু যেন বানানো হয়েছে বরফ জমানোর জন্য। কোনটাতে বরফ জমাতে বেশি মজা লাগবে, দুই ভাইবোনের চিন্তার শেষ নেই। মাঝেমাঝে বিরক্ত হয়ে ধমকে উঠেন আম্মু, "এবার তোরা থামবি!"

কিন্তু নতুন বাসায় গিয়েও ওদের আশা এতো সহজে পূরণ হলোনা। নতুন বাসা ঠিকঠাক করতে কয়েক মাস সময় লাগবে। নতুন কেনা জিনিসপত্র সেখানেই বাঁধাছাঁদা হয়ে থেকে গেলো, ওরা উঠলো রেস্ট হাউসে। সময় যেন আর কাটেনা। প্রতিদিন বিকেলে পার্কে খেলতে যাওয়ার সাথে ওরা একবার করে নতুন বাসায় ঢুঁ মারতো, কতদূর হলো বাসার কাজ? প্রতিদিন মন খারাপ করে ফিরে আসতো কিন্তু উৎসাহে কোন ভাটা পড়তোনা ওদের। সেখান থেকে ফিরে বিজ্ঞ পরিদর্শকের মতো আম্মুকে জানাতো, বাসার কি কি ঠিক করা হয়েছে। এখানেই শেষ ছিলোনা, মাঝে মাঝে গিয়ে ফ্রিজটা ছুঁয়ে আসা, ফ্রিজের দরজা খুলে গন্ধ শুঁকে আসা, এসবও চলছিলো সমান তালে।

অবশেষে একদিন বাসার কাজ শেষ হলে ওরা নতুন বাসায় উঠলো। ফ্রিজ চালু করা হলো, দারুণ উত্তেজনার সাথে একটা বড় বাটিতে বরফ জমিয়ে ওদের বহুদিনের লালিত সাধ পূরণ হলো।

বহু বছর পার হয়ে গেছে, দুই ভাইবোন এখন ভার্সিটিতে পড়ে, ফ্রিজটা এখনও আছে। মাঝেমাঝে ফ্রিজ খোলার পর বোনটার চিৎকার শোনা যায়, "ওই ফাজি..........ল! তুই আবার বরফ নিয়ে পানি না ভরেই আইস ট্রে রেখে দিয়েছিস!"

ছোট গল্প ও অণুগল্পWhere stories live. Discover now