০১.(আমার ভালোবাসা নামক বইয়ের শিরোনাম আমি সংলাপগুলো তুমি)

99 6 13
                                    

১. বলতে চাই -

শুনছো...?!
আমি বলতে চাই
গল্প নয় কবিতা
যদিও কবিতা আমি বলি না
তবে শোনাবো তোমায় কবিতা
যদি তুমি চাও!

শুনছো...?!
ঘুম ঘুমিয়েছো অনেক
আজ তবে আমার পালা প্রিয়
ঘুমাও কেনো প্রিয়
প্রিয় আমার কবিতা শুনো!

২. সাজে ভালোবাসা-

তোমার হাতের সেই
হলুদ রংয়ের চুরি
রোদের আলোয় ঝলমলে চুল

তোমার হলদে সাজে যেন
আমি এক নাম না জানা
পূর্ণতা খুঁজি।
কী খুঁজি?!
জানি না তো
শুধু জানি..
তোমায় ভালোবাসতে..
তুমি আমার মলিনতার উপর রঙিনতার দৃঢ় আল্পনা
তোমার নাকফুলের নিস্তব্ধতাই!
আমার ভালোবাসার কোলাহল।
তোমার ঠোঁটের মিষ্টি হাসিই..
আমার ভালোবাসা।
তুমি হাসছো!
আমি ভালবাসছি

৩. তাই তো -

রাত যেভাবেই থাকুক, নীরবতা হাতছানি দিবেই
চাদঁ যেভাবেই থাকুক, জোৎস্না ছড়াবেই
সূর্য যেভাবেই থাকুক, আলো দিবেই
তুমি যেভাবেই থাকো, আমি ভালবাসা দিবই
তুমি যতই আড়াল কর, আমার ভালবাসা তোমায় ঘিরবেই
তুমি আমার রাতের ঘুম ভাঙা সেই
লাল শাড়িতে
লাল টিপ দেয়া,
লম্বা কানের দুল পরা
দূর থেকে আসা
আবছা রমনী।
আমার ভালবাসায় ঘেরা তুমি।
তোমার সেই লম্বা দুল নাড়ার শব্দ..
কাচের চুরি ভরা হাত এগিয়ে
পাগল করা চাহনি নিয়ে
ঠোঁটে একটুখানি মলিন হাসি ঝড়িয়ে
ভালোবাসি শব্দ শোনার প্রতিক্ষা
যেন আর সইছে নাহ
পরিশেষে আমি
ভালবাসি
হ্যাঁ
ভালোবাসি তোমায়
অনেক ভালোবাসি
তোমায় ভালোবাসি।

৪.ফিরে আসো -

আমি আজও স্বপ্ন বুনি
মাঠের পর মাঠ..।

মাঠের পর মাঠ...
তোমায় নিয়ে স্বপ্ন বুনি !!

আমার মাঠটি কখন ঝলমলিয়ে উঠবে?!
তোমার নরম হাসির সুখে....
আমি তো তারই প্রতিক্ষায়!

তোমার জন্য বোনা মাঠে..
আজ আমি ঘুরে বেড়াচ্ছি।
তুমি কি তা দেখতে পাও না?!
কেন পাও না?!
আমি তো তোমায় দেখি...

আমি তো দেখি...
তোমার ছোট্ট ঠোঁটের হাসি,
লালচে শাড়িতে,
খোপা ছাড়ানো ঝলমলে চুলে।

তবে তুমি কেনো পাও না ¿!
কেনো দেখতে পাও না
আমার সীমাহীন প্রতিক্ষা....।

আমি তো তোমায় প্রতিনিয়ত দেখি
তবুও বারেবার যেন
শুধু নতুনই লাগে...!
তোমার নতুনত্ব
যেন সীমাহীন
শেষ হতে চায় না...

মাঝে মাঝে মনে হয়
তুমি লালচে শাড়ির আচল নিয়ে..
কপোলের টোল গায়ে মাখিয়ে
ভ্রমরীর মাঝে লাল টকটকে টিপে..
লাল ঠোঁটের হাসি দিয়ে
আমার ফসলের মাঠে
তোমার নির্মলতা ছড়াচ্ছো

আজ তবে কি এসে গেলো
ফসল ফলার সেই মূহুর্ত?!
স্বপ্ন এবার ফসলের রুপ নিক..!

আজ তবে তোমার ফসল হয়ে
মাঠে আসার পালা

আমি সেই মূহুর্তের অপেক্ষায়...
আমি প্রতিক্ষায়
আমি তো তোমার প্রতিক্ষায়।

আমার মাঠের শস্য হয়ে ফিরে আসো..
ফিরে আসো।

ফিরে আসো...
লাল টিপ হয়ে
খোপা ছাড়ানো চুল হয়ে
ফিরে আসো লাল শাড়িতে.... (.)

৫. মাতাল -

আমি আজ
কালো মেঘের অন্ধকারে
প্রকৃতির মায়ায় মায়াবী ,
তার নেশায় নেশাগ্রস্ত।
সে কি তবে তা বোঝে না?!

আমি তো নেশায় মাতাল
মাতাল তার গন্ধে!
তার হাতের আলতো স্পর্শে
কাজল ভরা চোখের জন্যে।

আমি মাতাল
আমি নেশায় নেশাগ্রস্ত
তার গন্ধে আমার ঘ্রাণে!

আমি তো নেশায়....

সাদা মেঘ দেখার জন্যে
মাতাল

আমি মাতাল...
মেঘের অন্ধকারের বশে

তুষার ঢাকা বাস্তবতায়
তার অপেক্ষায়
আমার প্রতিক্ষায়
আমি তো নেশায় মাতাল
আমি মাতাল..(.)

তোমাকে নিয়ে...Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin