০৩.(ভালোবাসায় যে বেশি অভিমান, অভিযোগ দেখায়, সে তত বেশি ভালোবাসে।

42 7 0
                                    

০১.পূর্ণতা

তুমি আমার পূর্ণতা
আমার সীমার দরজা
তুমি আমার পূর্ণতা
বনলতার লতা
তুমি আমার পূর্ণতা
ছায়ার অন্ধকার
তুমি আমার পূর্ণতা
মায়ায় আচ্ছাদিত
তুমিই আমার পূর্ণতা
বৃষ্টি ঝরা বন্যা
তুমি আমার পূর্ণতা

আমার মনের
গহীনে তুমি আছো
কড়া নাড়ছ তুমি
আমারই ভালোবাসার দরজায়।

০২. তোদের জন্যে -

রাত পেল অন্ধকার
আর আলো পেল দিন
খুব ঈর্ষা তাই না!
রাত বলল
ঈর্ষা কেনো ভাই
তুমি পেয়েছো বন্ধুহীন আলো
আর আমি পেয়েছি নক্ষত্রগুলো!
পেয়েছি অন্ধকারের জোৎস্নাভরা আলো
পেয়েছি হাজারো বন্ধু।

দিন আবারও বলে
আলো দিয়ে সবাই আলোকিত।
রাত বলে..
আলো পেয়ে তুমি
মিলিয়ে ফেলো হাজারো নক্ষত্র
মিটিমিটি তারাগুলো।

যদি পেতেই হয়
তবে মিলিয়ে নয়
দিন বলে পেয়েছি আমি আলো!
রাত বলে বিলিয়েছি আমি আলো!
হাজারো বন্ধুর মাঝে
হাজারো তারার মাঝে।

০৩. কবি -

অশ্লিল তো কবি নয়
কবি তো শুধুই কবি।
অশ্লীল তো তুমি -
অশ্লিল তো তুমি আমি
কবি কেন অশ্লিল সখা?!
কবির কাজ কবিতা লেখা
অশ্লিলতা সে খুঁজে না..
লিখে যাবে সে,
রেখে যাবে সে
তোমার আমার তিক্ত মধু
সব স্মৃতি।
রেখে যাবে,
তোমার আমার চাঁদের জোৎস্না।
রেখে যাবে,
কথাগুলো কবিতার পাতায়।
অশ্লীল কেন কবি?
উত্তর ছাড়া প্রশ্ন তোমার আমার!

০৪. বাদলের ঝর্ণা -

অবহেলা কান্না দুঃখে
জর্জরিত আমি
জর্জরিত তোমার অবহেলায়
তোমার ভালোবাসায়
আমার কান্নায়।

তোমার ভালোবাসায়
মিশে আছি!
তোমার তো নেই সেই তারা!!
তাই হয়ত তুমি
দেখতে পাও না
আমার ভালোবাসার ঘনছটা
দেখতে পাও না...
আমার বাদলের ঝর্ণা।

০৫. আমার গল্প -

আজ তবে আমি
একটি গল্প বলছি..
শোন তবে প্রিয়
গল্পটা হলো
কাওকে নিয়ে না
তবে আমার নিজেকে নিয়ে
হ্যাঁ গল্পটা আমাকে নিয়ে...
আকাশের নিচে ম্লান মুখে
তাকিয়ে থাকা এক প্রানহীন প্রানিকে নিয়ে...
যে চিনে না তোমাকে
তোমার ভালবাসা কে
সে জানে না তারা কে
আর কেনই বা তারা।
সে বুঝেও না বুঝতে চায়
লুকিয়ে রাখে নিজেকে।
চাঁদের আলোর নিচে
এক মায়াবী ছায়া কে

মায়াদেবীর জাদুতে অদৃশ্য যে
মায়ার সংস্পর্শে নেই যে..
মায়া নিয়ে খেলে সে।
তবে কাওকে ভালোবেসে নয় ;
নিজেকে ভালোবাসতে পাগল সে!!!
যার বাধা সেথায়
যেথায় আলোর মাঝেও অন্ধকার !!!!!

আলো ছাড়া বাঁচে না সে
তবুও কেন জানি
আলোকেই ভয় করে বড্ড !!!!
ছাড়তে চায় তোমার আলোকে
বাঁচতে চায় অন্ধকারে ।
মিলিয়ে যেতে চায়
দিনের আধারে
জেগে উঠতে চায়
রাতের অন্ধকারে ।
যখন কিনা তুমি সে, কেও জেগে নেই
শুধু সে ছাড়া..
সে চলে যেতে চায় কিন্তু পারে না
তার না পারাই তার ভাগ্য
ভাগ্য কেন এত নিষ্ঠুর?!
সত্যি কি ভাগ্য নিষ্ঠুর !!!
নাকি সে নিষ্ঠুর "
জানে না সে।
জানবেই বা কি করে !!
সে তো আলোর মাঝে অন্ধকারে
নাম না জানা কৌতূহলে ;
নিজেকে মিশিয়ে দিয়ে
জোৎস্নার নিরবতায়
নিরব সে ;
ম্লান না হয়েও ম্লান সে।
ভালোবাসতে জানে না সে
দূরে ফিরিয়ে দিতে চায় যে
সে জানে না
সে কেন জানে না
তাও সে জানে না
কেন জানি না?!
কারন ছাড়া প্রশ্ন আমার
প্রশ্ন আমার উত্তরবিহীন।

সবার মাঝে থেকেও
কথা বলা একা প্রানি সে
ভালবাসা বিরহ বুঝে না যে
সে বুঝে আলোর মাঝে অন্ধকার কে
সে বুঝে
সে বুঝে আলোর মাঝের সেই একাকিত্বকে।
সে ধরা দিতে চায় ;
ধরা দিতে চায়
হারিয়ে যেতে চায়
হাজারো মানুষের একাকিত্বে.... (.)

তোমাকে নিয়ে...Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin