০২( লাল ঠোঁটের শব্দ ;কালো ভ্রমরের মাঝে লাল সূর্য ;এ যেণ বাঙালি রমণির স্বপ্ন)

49 6 1
                                    

০১. তোমার মায়ায় -

শুনছ..?
সেদিন আকাশ মেঘলা ছিল
পাখিরা গান করছিল
আকাশ হাসছিল
মলিন মুখে চেয়ে আমি...।
হটাৎই
পাখিরা ডানা ঝাপটালো
প্রকৃতি তার অপরুপে হাসলো...
হয়তোবা আমাকে হাসানোর জন্য....
হয়তোবা আমার অন্য আমিকে খুজে দেয়ার জন্য !
ঠিক তখনি
প্রিয়তমা তুমি
পাখির ডানাঝাপটানোর মতো
হাতটা বাড়িয়ে
স্নিগ্ধ মলিন হাসিতে
এসেছিলে.....।

তুমি যেন অন্য এক আমি
তোমার ছোট্ট হাসি যেন
আমায়
ঝলমলে করে তুলে
ভালবাসায়
বুকের বা পাশটা
কেমন জানি লাফিয়ে উঠে
পাখির ডানার মত!

আমি চেয়ে রইলাম..
কিছু মুহূর্ত
ছোট্ট সেই হাসিটির দিকে।

এমনি করে
হটাৎই কখন
ভালবেসে ফেলি;

ছটফট করে উঠি
কিন্তু বলতে পারি না
ভেবেছিলাম হয়তো,
আর পারা হবে না

প্রকৃতি তবে
তোমার প্রতি
আমার ভালবাসা
তখনই রাঙিয়ে দিয়েছিল
তাই....
আবারও পেলাম তোমার সেই
স্নিগ্ধ ছোট্ট ঠোঁটের হাসি
তবে এবার হারাব না

আর
তাই এবার আমি,
বলে যেতে চাই
জানিয়ে যেতে চাই
ভালবাসি
ভালবাসি তোমায়
অনেক ভালবাসি

শ্রাবনের পূর্রনিমার ন্যায়
বর্ষার বৃষ্টির ন্যায়
আমার ভালবাসায় ভিজাবো তোমায়..
প্রিয়তমা তোমায় অনেক ভালবাসি।

০২. প্রেয়সী -

প্রেয়সী
আমি তোর জন্যে
আকাশী রঙের কাগজের নিচে
সবুজ বাগান হয়ে...

প্রেয়সী আমি
সাত রঙের মাঝে অনন্য
স্নিদ্ধ মুগ্ধ
বাতাসে ঘ্রাণমাখা মায়াবীর জন্যে।
প্রেয়সী আমি তোর জন্য ।

প্রেয়সী আমি
বৃক্ষের ছায়া হয়ে
নির্মল বায়ুর মাঝে...

প্রেয়সী আমি
বর্ষার বৃষ্টি হয়ে
তোর সজিবতার জন্যে..!

প্রেয়সী আমি
নদীর ঢেউ হয়ে
তীরে আছরে পরা তোর জন্যে...!

তোমাকে নিয়ে...Où les histoires vivent. Découvrez maintenant