সানফ্রানসিসকো এর পশ্চিম দিকের ডাউনটাউন এর লেস এভেনিউ নামক একটি ব্যস্ততম সড়কের দৃশ্য। অনেক মানুষ আসা যাওয়া করছে যে যার যার মত, একটি বৃদ্ধ মহিলা রাস্তা দিয়ে ধীরে ধীরে হেটে আসছিলো, তার দৃষ্টি রাস্তার পাশের একটি বাসার ১০ তলার জানালার উপর আটকে যায়। বৃদ্ধের বিস্ফোরিত দৃষ্টি লক্ষ করে পাশ দিয়ে হাটতে থাকা এক তরুণী জানালার দিকে তাকিয়ে তীক্ষ্ণ স্বরে চিৎকার করে উঠে...
-দেখ দেখ ! কেউ একজন জানালা দিয়ে লাফ দিচ্ছে !
এই চিৎকার এর ঠিক এক মিনিটের মধ্যে রাস্তার চার পাশ থেকে মানুষ এসে এপার্টমেন্ট টির নিচে জড় হওয়া শুরু করল। ঠিক তার ৯ তলা উপরে দশম তলায় একজন রুক্ষ সোনালি চুলের বৃদ্ধ জানালার কার্নিশের উপর দাড়িয়ে আছে ।
নিচে দাড়িয়ে থাকা সবাই লক্ষ করল বৃদ্ধ লোকটা কে পিছন থেকে একজোড়া হাত কার্নিশ থেকে টেনে নামানোর চেষ্টা করছে । রুমের ভিতর গাড় অন্ধকারের জন্য পিছনে দাঁড়ানো লোকটাকে ঠিক তেমন একটা দেখা যাচ্ছেনা। বৃদ্ধ সেই হাতজোড়া থেকে ঝাড়া দিয়ে জানালার কার্নিশ থেকে লাফ দিলো । আশে পাশের দাঁড়ানো সবাই চিৎকার করে উঠলো, শুধু সেই বৃদ্ধ কোন চিৎকার করলো না । নিচে দাঁড়ানো সবাই আশ্চর্য হয়ে লক্ষ করল ঠিক লাফ দেয়ার সাথে সাথে বৃদ্ধ এর দেহটি নিথর হয়ে যায় এবং কোন রূপ হাত পা নাড়ানো ছাড়াই সে নিথর অবস্থাতেই বৃদ্ধ নিচে পড়ে মাথা থেঁতলে মারা যায়।
YOU ARE READING
"পরজীবী" ( বিদেশী গল্পের অবলম্বনে )
Mystery / Thrillerএটা একটা সাইফাই থ্রিলার ধরনের লেখা। পড়তে পড়তে রহস্য, রোমাঞ্চ এমনকি ভালোবাসার ও কিছু ছোঁয়া পেয়ে যেতে পারেন এর মধ্যে।