পর্ব-৭ (শেষ পর্ব)

634 32 16
                                    

      ১১( জন্ম-মৃত্যু)  

র‍্যাচেল থেমে গেলো, তুমি আমাকে এখনো এত ভয় পাচ্ছ? জেফ তোমার মত ডিটেকটিভ এর কাছ থেকে এটা আশা করিনি। এটা তো তোমার বুঝা উচিৎ এতক্ষণে যে আমি চাইলে অনেক আগেই তোমাকে মেরে ফেলতে পারতাম, এবং তুমি কিছু করতেই পারতেনা। আমার কথা জানতে চাও? কেবিনের এক সাইডে একটা সোফা তে গিয়ে র‍্যাচেল বসে পড়ল। প্লিজ জেফ বস আরাম করে, তোমার উপর এমনিতেই অনেক ধকল গেলো আজ । 

জেফ চিন্তা করে দেখে যে র‍্যাচেল এর কথা ই ঠিক, শুধু শুধু উত্তেজিত না হয়ে তার আসলে ঠাণ্ডা মাথায় র‍্যাচেল এর কথা শুনা উচিৎ। এটার জন্যই তো এত রিস্ক নিয়ে এখানে একা একা দেখা করতে আসা। একটা চেয়ার টেনে নিয়ে জেফ বসে পড়ল। 

সোফার সামনে ধাতব টেবিলের উপর রাখা ওয়াইনের বোতল খুলতে খুলতে র‍্যাচেল বলে, আসলে আমার বয়েস কত এটা বলা একটু মুশকিলের ব্যাপার হবে । তবে তোমাদের এই গ্রহে আমি কতদিন ধরে আছি এটা বলতে পারি। এক গ্লাস ওয়াইন ঢেলে র‍্যাচেল জেফ এর দিকে এগিয়ে দেয়। 

ওয়াইনের গ্লাস নিতে নিতে জেফ র‍্যাচেল এর দিকে তাকায় আরেকবার, ভালো করে দেখার জন্য। ঝুঁকে বসা তে র‍্যাচেল এর ক্লিভেজ অনেক টাই উন্মুক্ত হয়ে আছে, ক্যাবিনের হালকা লাইটে র‍্যাচেল কে ঠিক স্বর্গের দেবীর মত লাগছে। পাতলা গোলাপি ঠোঁট আর তার সাথে ম্যাচ করে গায়ের রং, আর শরীরের স্কিন মনে হচ্ছে যেন পেলভ কোন মখমল। জেফ নিজেকে সামলে নিলো , হ্যাঁ র‍্যাচেল আপাতত পৃথিবীতে তোমার বয়েস কত সেটা দিয়েই শুরু কর। 

তাকে জেফ এভাবে লক্ষ করছে ব্যাপার টা খেয়াল করে র‍্যাচেল, মুচকি হেসে সোফায় গা হেলিয়ে বসে র‍্যাচেল। পায়ের উপর পা ক্রস করে বসে এক পাশ থেকে তার থাই এর একটা বিপুল অংশ জেফ এর জন্য উন্মুক্ত করে দেয়। পৃথিবী তে আমার বয়েস প্রায় ছয়শ হাজার বছর। 

আকস্মিক শক এর মত লাগে জেফ এর কাছে, হাত থেকে ওয়াইন গ্লাস পরে যায় তার। র‍্যাচেল এগিয়ে আসে, জেফ এর হাত ধরে তার পাশে সোফায় বসিয়ে দেয়। জেফ হঠাৎ লক্ষ করে তার পিস্তল ও মেঝে তে পড়ে আছে, উঠে যেতে নিলেই র‍্যাচেল তার বুকে হাত দিয়ে আবার বসিয়ে দেয়। জেফ, তোমার এখনো আমার উপর বিশ্বাস হচ্ছেনা? আমি তোমার ক্ষতি করতে চাইলে তো করতেই পারতাম, চুপচাপ বস তো এখানে।

"পরজীবী"  ( বিদেশী গল্পের অবলম্বনে )Where stories live. Discover now