পর্ব-২

802 19 1
                                    

   ৪ ( এত টাকা কোথায় গেলো? )

দুই তিন দিন পরে এক দুপুরের দিকে জেফ এর হাতে মিঃ ক্রেইন এর বিগত দশ বছরের টাকার লেনদেনের হিসেব এসে পৌছায়। জেফ এর ধারনা এই মৃত্যুর পিছনে মিঃ ক্রেইন এর বিপুল সম্পত্তি হয়ত একটি বিশাল ভূমিকা পালন করছে। সকালে ডেনভার কে ছেড়ে দিতে হল প্রমাণ এর অভাবে আর তাই দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এই লেনদেনের হিসেব থেকে কিছু বের করতে না পেরে জেফ  ডিপার্টমেন্ট এর ফাইন্যান্স হেড এলিসা এর কাছে যায়।

সব কিছু শুনে এলিসা কিছুক্ষণ জেফ এর দিকে তাকিয়ে থাকে। এর পর মুচকি হাসি তে জেফ এর দিকে ঝুঁকে এসে বলে তোমার সমস্যা কি জেফ? তোমার আসলে একটা গার্ল-ফ্রেন্ড দরকার বুঝেছ? বাজে দিকে তুমি সময় নষ্ট করছ।

উন্নত বক্ষার এলিসা ঝুঁকে আসার কারণে মনে হচ্ছে যেন তার বক্ষ ব্রা ফেটে বেড়িয়ে আসবে, সেদিকে তাকিয়ে জেফ ঢোক গিলে একবার। তার এক্স গার্ল ফ্রেন্ড এর সাথে ব্রেক আপ হল প্রায় ৩ মাস আর এই গত তিন মাস ধরেই জেফ কোন প্রকার নারী সংগ ছাড়াই আছে। এলিসা মেয়েটা দারুণ সুন্দরী মনে মনে ভাবে জেফ, ভরাট যৌবন হলেও শরীরের কোথায় এক ফোঁটা বাড়তি মেদ নেই, উন্নত বক্ষ আর ভারি নিতম্বের এক অদ্ভুত কম্বিনেশন যেন এলিসা। সোনালি চুলের কারণে তাকে দেখতে আরও দারুণ লাগে । নিজেকে সামলে নিয়ে জেফ বলে ,

আমি আসলে পাগল হয়ে যাচ্ছি এলিসা, এই কেস টা আমাকে পাগল করে দিচ্ছে। সব কিছু স্পষ্ট বুঝতে পারছি কিন্তু কোন কিছুই প্রমাণ করতে পারছিনা। এলিসা তুমি আমাকে সাহায্য করবে প্লিজ?

এলিসা উঠে এসে টেবিলে হেলান দিয়ে বসে পায়ের উপর পা ভাজ করে রেখে। ভারি থাই এর দিকে তাকিয়ে আরেকবার ঢোক গিলল জেফ। সেদিকে লক্ষ করে মুচকি হাসল এলিসা...

জেফ ! ডিপার্টমেন্ট এ এত সুন্দরী সুন্দরী মেয়ে থাকতে তুমি এই কেসের পিছনে ছুটছ কেন? আচ্ছা সে যাই হোক আমি তোমাকে হেল্প করব এক শর্তে।

কি শর্ত তোমার এলিসা? এই কেস সল্ভ করতে না পেরে আমি রাতে ঘুমাতে পারছিনা। তুমি যা বলবে আমি তাই করতে রাজি। জেফ অস্থির হয়ে বলে , তবু ও আমাকে একটু সাহায্য কর , এসব ফিন্যান্স এর ব্যাপার সেপার আমি তো একটু কম বুঝি জানই তুমি।  

"পরজীবী"  ( বিদেশী গল্পের অবলম্বনে )Where stories live. Discover now