বিয়ের পরের দিন সকালে জাংকুক রান্না ঘরে এসে দেখে যে তার শাশুড়ি রান্না করতেসেন।।
মিসেস কিমঃ আরে বউমা তুমি এখানে কি কর??
জাংকুকঃ আপনি একা একা রান্না করতেসেন।। ভাবলাম আপনাকে একটু সাহায্য করি।।
মিসেস কিমঃ কালকে মাত্র তোমাদের বিয়ে হইসে আর আজকেই রান্না করবা।। তা কি করে হয়??
জাংকুকঃ ঘরে একা একা বসে বোর লাগতেসিল তো এজন্য আরকি।।
মিসেস কিমঃ কেন ঐ ভাল্লুকের বাচ্চা কি করে??
জাংকুকঃ উনি ......... উনি তো ঘুমাচ্ছেন।।
মিসেস কিমঃ আচ্ছা আস বউ মা।। দেখ তোমার উনার প্রিয় খাবার বানাচ্ছি।।
জাংকুক হাল্কা লজ্জা পেল।। এরপরে শাশুড়ির পাশে গিয়ে দাড়াল।। কিছুক্ষন পরে জাংকুকের দাদী শাশুড়ি আসলেন।।
দাদিঃ বউমা , তুমি নতুন বউকে দিয়ে কাজ করাচ্ছ?? আমি কি মরে গেছি?? তোমার হেল্প লাগবে আমাকে বলবা।।
জাংকুকঃ দাদী আম্মা ডাকেননি আমি নিজ থেকেই এসেছি।।
দাদীঃ আমার নাতিটাকে ঘরে একা ফেলে এখানে এসেছ?? যাও ঘরে যাও।
জাংকুকঃ না মানে।। উনি তো ঘুমাচ্ছেন।।
দাদীঃ তাতে কি? বিয়ের পরের দিন ঘুম থেকে উঠে বউকে দেখবেনা?? যাও আমি বলছি।
জাংকুকঃ আচ্ছা দাদী।।
,
,
,
ঘরে ঢুকে জাংকুক দেখল তেই তখনো ঘুমাচ্ছে।। ঘুমের মধ্যে ওকে পুরা বাচ্চা ভাল্লুকের মত লাগতেসে।।
