THE NEXT PART IS HERE.....
একটি গলিতে,
ত্রিধা আবার তার আরেক বন্ধুর Patch Up করায়ে।
ত্রিধা: বেশ! তাহলে সব ঝামেলা-র শেষ। এবার No ঝগড়া No মারামারি। সব সময়ে দুজন দুজন এর খেয়াল রাখবি!
ওরা দুজন হাসে।
ঠিক তখনই অনির্বাণ ত্রিধা কে খুঁজতে খুঁজতে ওই গলিটার সামনে আসে।
ওখানেই ও ত্রিধা কে দেখতে পায়ে।অনির্বাণ: আবার কার Patch Up করিয়ে দিচ্ছে! এই মেয়েটা সারা জীবন এই করে গেলো।
ত্রিধার সাথে ছেলেটা আর মেয়েটা কথা বলে চলে যায়।
তখনই অনির্বাণ ওর পাশে আসে।ত্রিধা: অ্যাই! তুই এখানে?
অনির্বাণ: আবার কার Toota Rishta জুড়ে দিলি?
ত্রিধা: ওই এক বন্ধুর। এই এটা কি রে!
ত্রিধা অনির্বাণের হাতে কিছু একটার দিকে ইশারা করে বলল....
অনির্বাণ: ও! মা তোর জন্য আচার পাঠিয়েছে। দেখিস আবার পুরো খেয়ে নিসনা যেন! আমার জন্যে কিছুটা রাখিস!
ত্রিধা: এমন করে বলছিস যেন আমি সব খেয়ে নি!
অনির্বাণ: বাবা! ভূতের মুখে রাম রাম! Whatever! এই Patch Up এর Job টা ছেড়ে কবে নিজের জন্যে একটু Patch Up করবি?
ত্রিধা: Please অনি! মা সকাল থেকে উঠে এই নিয়ে আমার মাথা খেতে শুরু করে দেয়। তুই Please শুরু করিস না!
অনির্বাণ: কাকিমা তো ঠিকই বলে। এবার তোর অতীত টা ভুলে যা।
ত্রিধা: তুই থামবি! By the Way! ঊর্মি আর সাত্যকি কই রে?
অনির্বাণ: কে জানি? সকাল হতে না হতে তো ঊর্মি লাফালাফি শুরু করে দেয়। আজ দেখছিনা তো।
ত্রিধা: চল তো একবার।
অনির্বাণ: দাঁড়া! আমি Library থেকে কয়েকটা বই নিয়ে যাব!
ত্রিধা: আর এর বই নেওয়া শেষ হয়না! চল জলদি!
অনির্বাণ আর ত্রিধা Library-র দিকে যায়।
__________________________________________
একটি Library তে,
ত্রিধা আর অনির্বাণ Library তে পৌঁছায়।
অনির্বাণ গিয়ে কয়েকটি রোমান্টিক বই খুঁজতে থাকে।
আর ত্রিধা গিয়ে কয়েকটি গোয়েন্দা বই খোঁজে।
YOU ARE READING
"গানের ওপারে"
Fanfiction"দাঁড়িয়ে আছো তুমি আমার..... গানের ওপারে...." বন্ধুত্বই কি শেষমেষ ভালোবাসার পথ দেখাবে? জানতে হলে, KEEP READING..... . Will also post on my Instagram Profile (Details in my About)