PART - 2

19 0 0
                                    

THE NEXT PART IS HERE.....

একটি গলিতে,

ত্রিধা আবার তার আরেক বন্ধুর Patch Up করায়ে।

ত্রিধা: বেশ! তাহলে সব ঝামেলা-র শেষ। এবার No ঝগড়া No মারামারি। সব সময়ে দুজন দুজন এর খেয়াল রাখবি!

ওরা দুজন হাসে।
ঠিক তখনই অনির্বাণ ত্রিধা কে খুঁজতে খুঁজতে ওই গলিটার সামনে আসে।
ওখানেই ও ত্রিধা কে দেখতে পায়ে।

অনির্বাণ: আবার কার Patch Up করিয়ে দিচ্ছে! এই মেয়েটা সারা জীবন এই করে গেলো।

ত্রিধার সাথে ছেলেটা আর মেয়েটা কথা বলে চলে যায়।
তখনই অনির্বাণ ওর পাশে আসে।

ত্রিধা: অ্যাই! তুই এখানে?

অনির্বাণ: আবার কার Toota Rishta জুড়ে দিলি?

ত্রিধা: ওই এক বন্ধুর। এই এটা কি রে!

ত্রিধা অনির্বাণের হাতে কিছু একটার দিকে ইশারা করে বলল....

অনির্বাণ: ও! মা তোর জন্য আচার পাঠিয়েছে। দেখিস আবার পুরো খেয়ে নিসনা যেন! আমার জন্যে কিছুটা রাখিস!

ত্রিধা: এমন করে বলছিস যেন আমি সব খেয়ে নি!

অনির্বাণ: বাবা! ভূতের মুখে রাম রাম! Whatever! এই Patch Up এর Job টা ছেড়ে কবে নিজের জন্যে একটু Patch Up করবি?

ত্রিধা: Please অনি! মা সকাল থেকে উঠে এই নিয়ে আমার মাথা খেতে শুরু করে দেয়। তুই Please শুরু করিস না!

অনির্বাণ: কাকিমা তো ঠিকই বলে। এবার তোর অতীত টা ভুলে যা।

ত্রিধা: তুই থামবি! By the Way! ঊর্মি আর সাত্যকি কই রে?

অনির্বাণ: কে জানি? সকাল হতে না হতে তো ঊর্মি লাফালাফি শুরু করে দেয়। আজ দেখছিনা তো।

ত্রিধা: চল তো একবার।

অনির্বাণ: দাঁড়া! আমি Library থেকে কয়েকটা বই নিয়ে যাব!

ত্রিধা: আর এর বই নেওয়া শেষ হয়না! চল জলদি!

অনির্বাণ আর ত্রিধা Library-র দিকে যায়।

__________________________________________

একটি Library তে,

ত্রিধা আর অনির্বাণ Library তে পৌঁছায়।
অনির্বাণ গিয়ে কয়েকটি রোমান্টিক বই খুঁজতে থাকে।
আর ত্রিধা গিয়ে কয়েকটি গোয়েন্দা বই খোঁজে।

"গানের ওপারে"Where stories live. Discover now