PART - 12

7 0 0
                                    

ENJOY THE 12TH PART....

সন্ধ্যাবেলা,

ঊর্মি ত্রিধা-র জন্য ওর বাড়ির বাইরে অপেক্ষা করে।
অনেকক্ষণ বেরোতে না দেখে ফোন লাগায়।

(On call)

ঊর্মি: কিরে? কোথায় তুই?

ত্রিধা: আরে দারা! মিষ্টি খেয়ে আসছি।

ঊর্মি: আরে আর খেতে হবে না! ওখানে গিয়ে কত খাবি খাস। আয় জলদি!

ত্রিধা: হ্যা আসছি!

(Call ends)

কিছুক্ষণ পর ত্রিধা আসে।

ঊর্মি: চল চল! একেই দেরি হয়ে গেছে।

ত্রিধা: চল!

ঊর্মি: আচ্ছা! অনি আর সাত্যকি কে জিজ্ঞেস করেছিলি যাবে কি না?

ত্রিধা: করেছিলাম!

ঊর্মি: কি বললো?

ত্রিধা: যা Expect করেছিলি তুই!

ঊর্মি: জানতাম যাবে না। ছাড়... চল...

ঊর্মি আর ত্রিধা Main Road এর দিকে যায়....
ঠিক ওরা চলে যাওয়ার por সাত্যকি আর অনির্বাণ একটা দেয়ালের পিছন থেকে বেরিয়ে আসে।

অনির্বাণ: চল চল...

সাত্যকি: এ ভাই! আমরা ঠিক করছি তো?

অনির্বাণ: কোনো সন্দেহ আছে! ওরা কি একা একাই বেড়াতে যাবে!!

সাত্যকি: হ্যা তা ঠিক! কিন্তু আমরা অন্য কোথাও তো যেতে পারি।

অনির্বাণ: না না! ওরা যেখানে যাবে সেইখানেই আমরা যাব।

সাত্যকি: কিন্তু ওরা যদি আমাদের দেখে ফেলে জিজ্ঞেস করে তো কি বলব?

অনির্বাণ: আরে কোনো Chance-ই নেই! চল এবার!

সাত্যকি: কাকু কাকিমা যদি জেনে যায় যে আমরা সেই ওদের পিছন পিছন যাচ্ছি!

অনির্বাণ: কেউ কিচ্ছু জানতে পারবেনা!

সাত্যকি: আমার কিন্তু হেভি ভয় করছে।

অনির্বাণ: ধ্যাত্! ভীতুরাম! ভূতের সিনেমা দেখতে যাচ্ছিস নাকি?

সাত্যকি: আমার জন্য তো এটা Nightmare!

অনির্বাণ: কি বললি?

"গানের ওপারে"Where stories live. Discover now