THE NEXT PART IS HERE......
সেই সময়,
ঊর্মি আর ত্রিধা গাড়ি তে ওঠে...
ঊর্মি: আমাদের না কিছু একটা করতে হবে?
ত্রিধা: কি করব?
ঊর্মি: কোনোরকম ভাবে জানতে হবে যে ওদের সমস্যা টা কি?
ত্রিধা: কি করা যায় বলত? না ওরা আমাদের ফোন ধরবে না ওরা আমাদের সাথে দেখা করবে!
ঊর্মি: না না! অন্য কিছু... ভাব না...
ত্রিধা: একটা উপায় আছে...
ঊর্মি: কি?
ত্রিধা: দেখ! ওরা এক সময় তো বাড়ি থেকে বেরোবেই কাজের জন্য...
ঊর্মি: হুম! তো?
ত্রিধা: তো আমরা তখন হঠাৎ করে ওদের ধরে তো জানতেই পারি তাই না!
ঊর্মি: বুঝলাম! এটা বেশ ভালো... কিন্তু ওরা কি আমাদের বলবে?
ত্রিধা: আরে! এতদিনে ওরা মন খুলে ওদের সমস্যা কাদের বলে এসেছে?
ঊর্মি: আমাদের....
ত্রিধা: কাদের কাছে ওরা ওদের Problems Share করে?
ঊর্মি: আমাদের...
ত্রিধা: তো এইবারও ওরা কাদের কাছে নিজেদের সমস্যার কথা বলবে?
ঊর্মি: আমাদের কাছে...
ত্রিধা: ব্যস্! Plan হয়ে গেছে!
ঊর্মি: আরে বাহ্!! দারুন বুদ্ধি তো... তাহলে আমাদের এখন ওদের ওপর নজর রাখতে হবে... তাই তো?
ত্রিধা: একদম! ওরা কখন বাড়ি থেকে বেরোচ্ছে, কোন দিকে যাচ্ছে.. সব Follow korte হবে... আর সুযোগ পেতেই ওদের কে ধরতে হবে...
ঊর্মি: পাক্কা!! এবার আমরাও দেখব ওরা কিভাবে আমাদের এই কথা Ignore করতে পারে!
ঊর্মি আর ত্রিধা একটা Challenge ওয়ালা Look দেয়....
___________________________________
অনির্বাণের বাড়িতে,
অনির্বাণ Balcony তে দাঁড়িয়ে ত্রিধা-র কথা গুলো ভাবছে...
চোখে জল নিয়ে ওর ফোন এ ত্রিধা-র ছবির দিকে তাকায়...অনির্বাণ: Sorry ত্রি... আমি ইচ্ছে করে তোকে Hurt করতে চাইনা... এছাড়া যে আমার কাছে কোনো উপায় নেই তোকে ভোলার...
YOU ARE READING
"গানের ওপারে"
Fanfiction"দাঁড়িয়ে আছো তুমি আমার..... গানের ওপারে...." বন্ধুত্বই কি শেষমেষ ভালোবাসার পথ দেখাবে? জানতে হলে, KEEP READING..... . Will also post on my Instagram Profile (Details in my About)