This is indeed a perfect happy ending.....
অরুণাভ আর অনিমেষ সব Guests দের সাথে কথা বলছে...
হটাৎ Lights Off হয় গিয়ে Stage এর দিকে Focus পরে...
সবাই আগ্রহের চোখে তাকিয়ে Stage এর দিকে...
Stage এ ওঠে চারজন...
ত্রিধা আর অনির্বাণ Mic হাত...
আর সাত্যকি ঊর্মি হাত ধরে Stage এ দাঁড়িয়ে...অনির্বাণ: ভালবাসার মিলন... কি হয়... দুজন দুজন কে ভালোবাসা? না... ভালবাসার মিলন হয় সব দুঃখ, কষ্ট, বাঁধ ভেঙে একসাথে ভেঙে দিয়ে সুখের আলো দেখা...
ত্রিধা: ঘটবে তো অনেক মনোমালিন্য... কিন্তু শেষে যে আবার একসাথে থাকা সেটাকেই বলে ভালবাসার মিলন!
গান শুরু হয়...
(অনির্বাণ)
কেন মেঘ আসে হৃদয়-আকাশে,
কেন মেঘ আসে হৃদয়-আকাশে,
তোমারে দেখিতে দেয় না।
মোহমেঘে তোমারে দেখিতে দেয় না।
মোহমেঘে তোমারে, অন্ধ করে রাখে,
তোমারে দেখিতে দেয় না।
মাঝে মাঝে তব দেখা পাই,
চিরদিন কেন পাই না ।
মাঝে মাঝে তব দেখা পাই,
চিরদিন কেন পাই না।আর সেই গানের তালে একটা সুন্দর মন মাতানো নাচ করে সাত্যকি আর ঊর্মি।
এই সবে মিলে Hall এর পরিবেশ টা কেন জানি থম মেরে যায়!
সবাই চুপ করে দেখতে থাকে...
দেখতে থাকে অনির্বাণ-ত্রিধা আর সাত্যকি-ঊর্মি-র অতূট বন্ধন...(ত্রিধা)
মাঝে মাঝে তব দেখা পাই,
চিরদিন কেন পাই না।
মাঝে মাঝে তব দেখা পাই,
চিরদিন কেন পাই না।
ওহে কী করিলে বলো পাইব তোমারে,
রাখিব আঁখিতে আঁখিতে-
ওহে কী করিলে বলো পাইব তোমারে,
রাখিব আঁখিতে আঁখিতে-
ওহে এত প্রেম আমি কোথা পাব নাথ,
এত প্রেম আমি কোথা পাব নাথ,
তোমারে হৃদয়ে রাখিতে।
আমার সাধ্য কিবা তোমারে-
দয়া না করিলে কে পারে -
তুমি আপনি না এলে
কে পারে হৃদয়ে রাখিতে।
মাঝে মাঝে তব দেখা পাই,
চিরদিন কেন পাই না।বন্ধুত্বের মাধ্যমে প্রেম যে মুখে বললেও কতটা কঠিন তা এই গানের মাধ্যমে বোঝায় ওরা...
দর্শকদের চোখে জল এই presentation দেখে...
সাত্যকি আর ঊর্মি নাচের মধ্যে দিয়ে বোঝায় ভালবাসার কষ্ট, ভালোবাসার আনন্দ, ভালোবাসার সাধ্য, ভালোবাসার মর্ম।
ওহে আর-কারো পানে চাহিব না আর,
YOU ARE READING
"গানের ওপারে"
Fanfiction"দাঁড়িয়ে আছো তুমি আমার..... গানের ওপারে...." বন্ধুত্বই কি শেষমেষ ভালোবাসার পথ দেখাবে? জানতে হলে, KEEP READING..... . Will also post on my Instagram Profile (Details in my About)