Any Clues Here?
ত্রিধা বাড়িতে আসে....
সোজা ওর ঘরে চলে যায়।
কোনো কথা বলে না.....
ঘরে গিয়ে দরজা টা বন্ধ করে দিয়ে চেয়ার এ বসে.....ত্রিধা: মানুষ কিরকম হয়ে যায় না..... ভালোবাসায় কত কিছু করতে পারে মানুষ.....
খানিকক্ষণ চুপচাপ।
ত্রিধা: এতটা ভালোবাসিস আমাকে অনি! যে আমার খুশির জন্য তুই নিজেকে এতটা কষ্ট দিচ্ছিস্! কেন করছিস এরম....
ওর চোখ জলে ভোরে আসে.....
তখনই দরজায় টোকা পরে...ত্রিধা: কে?
দরজা টা খোল...
ত্রিধা: কেন?
অরুণাভ: আমি বলেছি তো.....
ত্রিধা: একটু পরে বাবা!
অরুণাভ: তোর সাথে কিছু কথা আছে.... Urgent....
ত্রিধা তারপর বিরক্ত হয় উঠে দরজা টা খুলে দেয়...
ত্রিধা: কি হয়েছে?
অরুণাভ: চল ভেতরে...
দুজনে খাটে বসে...
অরুণাভ: আর কিছু দিন পর তোর বিয়ে.... মনে আছে তো....
ত্রিধা: জানি তো.....
অরুণাভ: তুই খুশি তো?
এইটা শুনে ত্রিধা একটা জোরে নিশ্বাস নিয়ে ওর চোখের জল আটকানোর চেষ্টা করে।
ত্রিধা: খুশি তো.... ভীষণ খুশি....
অরুণাভ: কথাটা তুই মন থেকে বলিসনি।
ত্রিধা: কি মুশকিল.... বললাম তো...
অরুণাভ: ভুলে যাস না আমি তোর বাবা। তোকে ছোটবেলা থেকে বুঝি... তুই খুশি নয়... তাই তো...
ত্রিধা কোনো উত্তর দেয় না....
অরুণাভ: তার মানে সত্যিই তুই খুশি নয়... দেখ! আজ আমি অনেক কিছু দেখলাম.... অনেক কিছু বুঝলাম.... বুঝলাম যে অনির্বাণ তোকে কতটা ভালোবাসে....
ত্রিধা মুখ তুলে তাকায়...
অরুণাভ: বুঝতে পেরেছি... ও যে গান টা গাইছিল সেটা শুধু গান ছিল না... গানের মাধ্যমে তোকে ওর মনের কথা টা বলে যে দিয়েছে সেটা আমি খুব ভালই বুঝতে পেরেছি... আমি জানি তোর মনে ও ঠিক তাই আছে ওর জন্য... কিন্তু তাই বলে বিয়ে টা....
YOU ARE READING
"গানের ওপারে"
Fanfiction"দাঁড়িয়ে আছো তুমি আমার..... গানের ওপারে...." বন্ধুত্বই কি শেষমেষ ভালোবাসার পথ দেখাবে? জানতে হলে, KEEP READING..... . Will also post on my Instagram Profile (Details in my About)