PART - 71

2 0 0
                                    

Any Clues Here?

ত্রিধা বাড়িতে আসে....
সোজা ওর ঘরে চলে যায়।
কোনো কথা বলে না.....
ঘরে গিয়ে দরজা টা বন্ধ করে দিয়ে চেয়ার এ বসে.....

ত্রিধা: মানুষ কিরকম হয়ে যায় না..... ভালোবাসায় কত কিছু করতে পারে মানুষ.....

খানিকক্ষণ চুপচাপ।

ত্রিধা: এতটা ভালোবাসিস আমাকে অনি! যে আমার খুশির জন্য তুই নিজেকে এতটা কষ্ট দিচ্ছিস্! কেন করছিস এরম....

ওর চোখ জলে ভোরে আসে.....
তখনই দরজায় টোকা পরে...

ত্রিধা: কে?

দরজা টা খোল...

ত্রিধা: কেন?

অরুণাভ: আমি বলেছি তো.....

ত্রিধা: একটু পরে বাবা!

অরুণাভ: তোর সাথে কিছু কথা আছে.... Urgent....

ত্রিধা তারপর বিরক্ত হয় উঠে দরজা টা খুলে দেয়...

ত্রিধা: কি হয়েছে?

অরুণাভ: চল ভেতরে...

দুজনে খাটে বসে...

অরুণাভ: আর কিছু দিন পর তোর বিয়ে.... মনে আছে তো....

ত্রিধা: জানি তো.....

অরুণাভ: তুই খুশি তো?

এইটা শুনে ত্রিধা একটা জোরে নিশ্বাস নিয়ে ওর চোখের জল আটকানোর চেষ্টা করে।

ত্রিধা: খুশি তো.... ভীষণ খুশি....

অরুণাভ: কথাটা তুই মন থেকে বলিসনি।

ত্রিধা: কি মুশকিল.... বললাম তো...

অরুণাভ: ভুলে যাস না আমি তোর বাবা। তোকে ছোটবেলা থেকে বুঝি... তুই খুশি নয়... তাই তো...

ত্রিধা কোনো উত্তর দেয় না....

অরুণাভ: তার মানে সত্যিই তুই খুশি নয়... দেখ! আজ আমি অনেক কিছু দেখলাম.... অনেক কিছু বুঝলাম.... বুঝলাম যে অনির্বাণ তোকে কতটা ভালোবাসে....

ত্রিধা মুখ তুলে তাকায়...

অরুণাভ: বুঝতে পেরেছি... ও যে গান টা গাইছিল সেটা শুধু গান ছিল না... গানের মাধ্যমে তোকে ওর মনের কথা টা বলে যে দিয়েছে সেটা আমি খুব ভালই বুঝতে পেরেছি... আমি জানি তোর মনে ও ঠিক তাই আছে ওর জন্য... কিন্তু তাই বলে বিয়ে টা....

"গানের ওপারে"Where stories live. Discover now