তোমার নামে সন্ধ্যে নামে (কঠোর ভাবে প্রাপ্তবয়স্কদের জন্য) 🔞🔞 পর্ব ৬

264 1 0
                                    

" আপনার কি আমাকে এতটাই বোকা মনে হয় মিস্টার যশবন্ত চতুর্ভেদি?.....… কি ভেবেছেন কি আপনি আমাকে টাকা দিয়ে কিনে নেবেন?..…... আর কেনই বা করছেন এরকম?..... কি লাভ আপনার এমনটা করে?...... কাল যাকে আপনি যা ইচ্ছে তাই বলে অপমান করে অফিস থেকে তাড়িয়ে দিলেন, আর আজ তাকে বিয়ে করতে চাইছেন?...... আমি তো ভাবতেই পারছি না!!!!...... সত্যি করে বলুন এর পেছনে আপনার কি উদ্দেশ্য লুকিয়ে আছে?........."

"আমি জানতাম তুমি এমনটাই ভাববে মধুরা, আমি সত্যি বলছি আমার কোনও উদ্দেশ্য নেই, আমি সত্যিই তোমাকে ভালোবাসি, শুধু তোমাকে,..... " যশবন্তের কথায় মধুরা একদৃষ্টে ওর চোখের দিকে তাকায়......

"এই নাও মধুরা, এটা অনেকদিন ধরে আমার কাছে ছিল, ভেবেছিলাম যদি তোমার সাথে কোনোদিন দেখাও হয় তাহলেও এটা আমি তোমাকে কিছুতেই ফেরত দেবো না, কিন্তু তুমি যখন আমাকে এতটাই অপছন্দ করো তখন এটা আর আমার কাছে রেখে কি লাভ?........"

"কি এটা?........ মধুরা যশবন্তের থেকে একটা ছোট সুন্দর বাক্স নিতে নিয়ে বলে।

"নিজেই দেখো, চিনতে পারবে...."

মধুরা বাক্সটা খুলে অবাক হয়ে যায়......"এটা আপনি কোথায় পেলেন?...... এটা তো আমার সেই Hair Brooch যেটা আমার বাবা আমাকে উপহার দিয়েছিল আমার জন্মদিনে?...... আমি এটা হারিয়ে ফেলেছিলাম, এটা আপনি কোথায় পেলেন?......." মধুরা অবাক হয়ে প্রশ্ন করে।



Example of a Hair Brooch

"তোমায় যেদিন প্রথম দেখেছিলাম ব্লু স্টার হোটেলের পাঁচ তলায় সেদিন, যেদিন তোমাকে প্রথম দেখাতে পছন্দ করে ছিলাম, যেদিন প্রথম কোনও মেয়ের আমি পিছু নিয়ে ছিলাম, সেদিন......তোমার অজান্তেই এটা তোমার চুল থেকে খসে পড়েছিল, আর ইচ্ছে হয়নি তোমাকে এটা ফেরত দিতে......" একটা দীর্ঘশ্বাস ফেলে যশবন্ত বলে, "সেদিন পারিনি তোমাকে  সত্যি বলতে, তারপরে শুনেছিলাম তোমার বাবা নাকি তোমার অন্যত্র বিয়ে ঠিক করেছে, খুব রাগ হয়েছিল সেদিন নিজের ওপর...... তোমাকে সত্যি কথা বলতে পারিনি বলে, আর কাল তোমাকে দেখে ভেবেছিলাম তোমার তো বিয়ে হয়ে গেছে, এখন তাহলে আমার কাছে কেন, খুব রাগ হয়েছিল আমার........ কিন্তু বাড়িতে গিয়ে রিজিউমে যখন দেখি তুমি unmarried তখন আমার সন্দেহ হয়, তাই আজ কথা বলতে তোমার বাড়ি আসি........"

তোমার নামে সন্ধ্যে নামে (কঠোর ভাবে প্রাপ্তবয়স্কদের জন্য) 🔞🔞 পর্ব ১Where stories live. Discover now