নগ্ন, রুগ্ন, শূন্য এ জীবন
তবু ও যন্ত্রমানবেরা দৌড়ে প্রতিক্ষন
শূন্য হাতে নগ্ন আগমন
মুখোশ পরে চলে জীবন
মাঝে-মাঝে বেরিয়ে পড়ে
লুকোনো চেহরা মুখোশ তলে
নগ্ন পৃথিবীতে চারিদিক নগ্ন
কেমনে থকে শুধু মানব বস্ত্রাচ্ছন্ন
সভ্যযুগে ও তাই অসভ্যদের চলন
মুখোশের আড়ালে অসভ্যতার জাগরন
সুযোগ পেলেই নগ্ন মনে, নগ্ন করে
ঢিল ছোড়ে মানবতার মুখে
পত্রিকার প্রতিটা পাতা
প্রকাশ করে এ পৃথিবীর নগ্নতা
নিষ্টুর নগ্নতা বুভুক্ষের দল
খসানো বস্ত্রদেহে করে লালা নির্গমন
কথার পিঠে কথা কেটে
আর কেউবা বস্ত্র ধরে টেনেটুনে
নগ্ন করে একে অপরে
এ নগ্ন বিশ্ব-ভুবনে
আশ্চর্যের নেই কিছু ভাই
বর্বর মানব মোরা যদি বর্বরতার দিকে যাই
নগ্ন ছিলাম আবার হব নগ্ন
সভ্য থেকে অসভ্য
মুখোশ তলে পশুত্ব
আর কত লুকিয়ে রাখব
সভ্য নামের আড়াল
কেন নেব বারবার
বুকের পাটা শক্ত করে
অসভ্যের তাজ নেব শির 'পরে
উপভোগ করব লাঞ্ছিত জীবন
বেইজ্জতের নগ্ন জীবন
নগ্ন জীবন............
মোদের নগ্ন জীবন।।
YOU ARE READING
নগ্ন জীবন
Poetryআমার কথা ------------ আমাদের চারপাশের মুখোশাবৃত সমাজটার নগ্ন চিত্র আর চরিত্র উত্খলনে আজ আমি ইকবাল চৌধুরী কিবোর্ড হাতে। আমার লেখা কবিতার ধারাবাহিক প্রকাশনা করতে ইচ্ছুক এই বইটিতে। আপনার কাছে আমার একটা অনুরোধ, প্লিজ আমার লেখা পড়ে আপনার ভালো-মন্দ মতামত...