প্রভু তুমি মহা আকাশে,
বসে আছ চুপিসারে।।দেখেও তুমি দেখ না,
বুঝেও কিছু কর না।
হানাহানি, মারামারি তোমার এই জগতে,
তোমার সৃষ্টির রক্তে,
রাঙা রঙের ফোয়ারা উটে,
এ ধরাদম বক্ষে।
প্রভু তবু তুমি মহা আকাশে
বসে আছ চুপিসারে।।তোমার সৃষ্টি ধ্বংস করে,
পাষান দল উল্লাসে মেতে,
তোমার কথা ভুলে যায়,
আপনই কর্তা বনে যায়।
নিষিদ্ধ পথে জীবন চলে,
পাপকার্যে বীরত্ব বুঝে।
প্রভু তবু তুমি মহা আকাশে
বসে আছ চুপিসারে।।তোমার এ খেলা কেমন,
বুঝে না এ অধম।
তাইতো তোমায় ডাকি,
চাই শুধু শান্তি।
প্রভু তুমি গড়ে দাও,
শান্ত, সুন্দর পৃথিবী আমায় দাও
প্রভু...... আমায় দাও
আমায় দাও.......।।
YOU ARE READING
নগ্ন জীবন
Poetryআমার কথা ------------ আমাদের চারপাশের মুখোশাবৃত সমাজটার নগ্ন চিত্র আর চরিত্র উত্খলনে আজ আমি ইকবাল চৌধুরী কিবোর্ড হাতে। আমার লেখা কবিতার ধারাবাহিক প্রকাশনা করতে ইচ্ছুক এই বইটিতে। আপনার কাছে আমার একটা অনুরোধ, প্লিজ আমার লেখা পড়ে আপনার ভালো-মন্দ মতামত...