নারী

262 6 4
                                    

নারী.................
যায় না বুঝা কেমন প্রাণী
চলন্ত পথে হঠাৎ কোন মেয়ে
আমা পানে চাহে মুচকি হাসিলে
উদ্ধেলিত মনগৃহে
বিজয়-ডংকা যায় বেজে
আর কেউ যদি কথা কহে
জাস্ট বন্ধু ভেবে
কল্পরাজ তাকে নিয়ে
কত স্বপ্ন যায় রচে
ট্রেনে-বাসে, পথে-ঘাটে
মমচক্ষু অপ্সরা খুজে
দেখিবে তার রূপ-সুধা
মিটায়েবে নয়ন পিয়াসা
চোখের সামনে দেখি, স্বকর্ণে শুনি
আধুনিক দেবদাসের কাহিনী
কত জীবন-তরী পাল্টি খেল
গুছানো জীবনপথ, হলো এলোমেলো
নারী সংস্পর্শের মূল্য
জীবনটা হলো বিপন্ন
তবুও ভেতরে কে আমার
শুনায় নারী প্রেমের আবদার

একাকী নিশিথ রাত
কখনো নারীভাবে হয় পার

কেহ বলে,
নারী রাক্ষসী, নারী ডাইনী
সকল ধ্বংসের মুলে নারীই দায়ী
আর আমি জানি
নারী দরদী, নারী মরমী
নারী রূপসী, নারী সুন্দরী
নারী অন্যতম শ্রেষ্ট সৃষ্টি
নারী বিহীন এ ভুবন
টিকিবে না মুহুর্তক্ষণ
নরমাঝে যত গুন শোভা পায়
কোন না কোন নারী তারে শিখায়ে যায়
দোষী নারী, গুণী নারী
তাদেরে মোরা ভালোবাসি, শ্রদ্ধা করি

আর তাইতো আমি
শত দোষ দরশনী
নারীকে দোষী করেও আবার
আকর্ষিত হই বারবার
আসলেই নারী
এক অবিশ্লেষ্য মোহজালিনী।

(উৎসর্গিত:- ৮ ই মার্চ নারী দিবস উপলক্ষে লেখা আমার এই কবিতা এ পৃথিবীর সকল নারীদের প্রতি উৎসর্গিত)

নগ্ন জীবনWhere stories live. Discover now