ভার্সিটির ক্লাস শেষে বাড়ি ফিরছে সাজিদ। বাসার পাশের রাস্তার ওভার ব্রীজটা প্রতিদিনের মতো পার হচ্ছে সে। খেয়াল করল ওভার ব্রীজটার একপাশে এক বৃদ্ধার লোকে ছোট্ট একটা মেয়ে। বয়স আড়াই কিংবা তিন হবে। অসাধারণ সুন্দর একটা মেয়ে দেখলেই কোলে নিয়ে আদর করতে ইচ্ছে করে। সাজিদের ছোটবোনের খুব সখ ছিল। তবে এ ইচ্ছেটা অপূর্ণই রয়ে গেছে। ও ভাবে এমন যদি একটা বোন থাকতো। পরক্ষণেই একটা ভাবনা সাজিদের মনটাকে আরও বিষন্ন করে তোলে। মেয়েটি যদি কোন ধনী পরিবারে জন্ম নিতো তাহলে হয়তো ওর অবস্থান অন্যরকম হতো। কিন্তু নিয়তির পরিহাসে সে একটা দরিদ্র পরিবারে জন্ম নিয়েছে। অবন্তী, সারাহ ইউনিভার্সিটির ক্যান্টিনে বসে আছে। একটু পর সাজিদ আর নিলয় এসে যোগ দিল। সারাহ অবন্তীর ভার্সিটির সবচেয়ে প্রিয় বন্ধু। সারহ র বয়ফ্রেন্ড নিলয়। আর নিলয়ের বেস্ট ফ্রেন্ড সাজিদ। সাজিদ ছেলেটা বেশ লাজুক ও মাথা নিচের দিকে দিয়ে তাকিয়ে আছে। সারাহ দুষ্টমির সুরে বলল---
----কি ভাই এভাবেই নিচের দিকে তাকিয়ে থাকবেন?? আমাদের কি সুন্দরী মনে হয় না? (হাহা)
নিলয় সাজিদকে সারহ এবং অবন্তীর সাথে পরিচয় করিয়ে দেয়। সারাহ আর অবন্তীর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠে সাজিদের।
ESTÁS LEYENDO
অপেক্ষার প্রহর [Completed]
Historia CortaBroken family র মেয়ে অবন্তী। তার Life এর কিছু বিষন্ন স্মৃতি। আর ছোট্ট একটা প্রেমের কাহিনী নিয়ে "অপেক্ষার প্রহর" গল্পটা। তবে সমাপ্তিটা একটু ভিন্ন। এখানে আপনি হ্যাপি এন্ডিং আর স্যাড এন্ডিং দুটোর মজাই পাবেন। শেষটা জানার জন্য আপনাকে পুরো গল্পটা পড়তে হবে...