নিজের কিডনির অপারেশনের আগে মেয়েটি তার প্রিয়কে বলেছিল, "আমার কিছু হলে তুমি প্লিজ আমাকে মনে করে কেঁদ না। আমি তোমার আনন্দের কারণ হতে চাই, কষ্টের না।"
উত্তরে ছেলেটি বলেছিল, "ভালোবাসি।"
কথাটি বলেই ছেলেটি বেড়িয়ে গিয়েছিল রুম থেকে।
সফল অপারেশনের পর ডাক্তার যখন রোগীকে পরিবার-প্রিয়জনের সাথে দেখা করার অনুমতি দিল, তখন তার সাথে দেখা করতে সবাই এলো। সবার মুখের হাসি দেখে তার বেশ ভালো লাগল। কিন্তু তার মন খুজছিল সেই মানুষটিকে যে তাকে অপারেশনের ঠিক আগে "ভালোবাসি" কথাটি শুনিয়েছিল। তাকে দেখতে না পেয়ে মেয়েটি জিজ্ঞাসা করল, "রাকিব কোথায়?"
উত্তরে কেউ কিছু বলার আগেই মেয়েটির বাবা থমথমে গলায় বলল, "দেখ্ মা..."
সাথে সাথে পুরো পৃথিবী যেন নিশ্চুপ হয়ে থমকে গেল।
মেয়েটি বলল, "কি হয়েছে বাবা?"
বাবা বলল, "তোর অপারেশনের জন্য কিডনি কোথা থেকে এসেছে বলে মনে হয়?"
বাবার মুখে এ কথাটি শুনে মেয়েটি নিজের কথা বলার সামর্থ্য যেন হারিয়ে ফেলল। তার এই নিস্তব্ধতা দেখে তার বাবা হেসে উঠল এবং বলল, "তুই যেটা ভাবছিস সেটা না। রাকিব ওয়াশরুমে গেছে।"সমাপ্ত
ВЫ ЧИТАЕТЕ
A Series of "Frost"
Короткий рассказShort stories are the mirror of life. They mirror life. These are the short stories of many different genres.