৭ই বৈশাখ, ১৪২৫

187 23 13
                                    

গতকাল গানের ক্লাস থেকে বাড়ি ঢোকার আগেই একটা কালো গাড়ি দেখেই বুঝলাম ঐ বাড়ী থেকে কেউ এসেছে। কিন্তু সেটা যে আমার বাবা মা হবে, আমি ভাবতে পারিনি।

বাড়িতে ঢুকতেই মাসি আমাকে কথাটা জানালো। মুখ হাত ধুয়ে মামনির কাছে গেলাম। চেয়ারে বাবা বসে আছে আর মা, মামনির পাশে।

আমাকে দেখেই মামনি মায়ের দিকে তাকিয়ে বললো, "ঐ দেখুন আপনাদের মেয়ে চলে এসেছে।"

বাবা এক ঝটকায় আমার সামনে এসে আমাকে জড়িয়ে ধরলো। আমিও আর শক্তভাবে দাঁড়িয়ে থাকতে না পেরে জড়িয়ে ধরলাম, প্রায় ৭ মাস পর।

মা'কে জড়িয়ে যখন সেই Yardley lavender এর গন্ধটা পেলাম, বুকটা কুরকম করে উঠলো। খুব কাঁদতে ইচ্ছে করছিল কিন্তু কাঁদতে পারিনি। মামনির দিকে চেয়ে।

মামনি তো নিজের স্বামী, সন্তান দুজনকেই হারিয়েছেন। এই মানুষটার তো আর কেউ নেই আমি ছাড়া। আমার তো তাও বাবা মা আছে।

আমি নিজেকে সামলে নেওয়ার পরে, মা একটা অদ্ভুত অনুরোধ রাখলো মামনির সামনে।

আমি আর মামনি যেন বাবা মায়ের সাথে ঐ বাড়ি যাই।

আমি স্তম্ভিত হয়ে গেলাম শুনে। মামনির অপ্রস্তুত ভাবটা দেখেই বাবা বললেন, "বৌদি, অপু আমার ছেলেবেলার বন্ধু, আমি যদি আপনার জন্য এটুকু না করতে পারি তাহলে ....."

বাবার মুখ থেকে কথাটা শেষ হওয়ার আগেই, না চাইতেই, আমি বলে ফেললাম, "দায়িত্ব -কর্তব্যের কথা তোমাদের এতদিনে মনে পড়লো ?"

----------------------------------------------------------------

|| শিমন্তীনি || ✔️Where stories live. Discover now