১লা বৈশাখ, ১৪২৫

165 22 7
                                    

আজ পয়লা বৈশাখ। স্কুল ছুটি।

ছেলেবেলায় এই দিনটা নিয়ে কি মাতামাতিটাই না করতাম আমি। প্রতিবছর ওই বাড়িতে এইদিনে সত্য নারায়ণ পুজো হতো। সকাল সকাল স্নান করে, নতুন একটা জামা পড়ে ঠাকুরঘরে গিয়ে বসতাম।

এখন আর সেদিন নেই। সব পাল্টে গেছে।

আজ বেশ সকালে উঠে স্নান করে মামনিকে আয়া মাসির দায়িত্বে রেখে কাছেই একটা কালীমন্দির থেকে পুজো দিয়ে এসেছি। মায়ের পায়ের ফুল এনে মামনি আর সুধা মাসির মাথায় ঠেকিয়েছি।

বাকি দিনটা যেমন করে কাটে ওরকমই কাটলো।

ছোটবেলায় শুভ নববর্ষ নিয়ে একটা অদ্ভুত excitement কাজ করতো। বড়ো'রা বলতেন,

-"নতুন বছরের শুরুটা অন্যরকম হওয়া দরকার। একটু special।"

এখন বুঝতে পারি। কিছুই আলাদা নয়।

১লা বৈশাখ আলাদা নয়।

নববর্ষ ও আলাদা নয়।

----------------------------------------------------------------

|| শিমন্তীনি || ✔️Tahanan ng mga kuwento. Tumuklas ngayon