"মাতৃত্ব"
আমি যখন class 11 এ পড়ি, আমাদের বাংলা শিক্ষিকা একটা কথা বলছিলেন,
-"নারীর জীবনে মাতৃত্ব বাধ্যতামূলক কোনোদিন নয়।"
অথচ, আজকে এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও, বিয়ের এক বছর না যেতেই, সমাজ কিন্তু একজন নারীকে বারবার মাতৃত্বের কথা মনে করাতে থাকে। সেই নারী, আদৌ মা হতে চায় কিনা সেটা একবার কেউ জিজ্ঞেস করারও প্রয়োজন বোধ করে না।
মা হওয়াটাই যেন, একজন নারীর সবথেকে বড় প্রাপ্তি। ছোট থেকেই মা, জেঠিমা, ঠাকুমাদের বলতে শুনেছি,
-"মাতৃত্ব নারীকে সম্পূর্ণ করে।"
খুব অবাক লেগেছিল শুনে !!
------------------------------------------------------------------
CZYTASZ
|| শিমন্তীনি || ✔️
Krótkie Opowiadania" শীমন্তীনি " ~ যে নারীর সিঁথি ভরা সিঁদূর ।। **Written in the form of a diary** Cover by @Elegiac_Damsel 💗