আর বাইরে থেকে কয়েক জনের চিল্লানোর আওয়াজ আসে। বর এসেছে বর এসেছে।আর আমি বসে বসে ভাবতে থাকি।মাহিম ভাইয়া এলেই আমি তাকে বিয়ের আগেই সব বলে দেবো।আমি চাইনা,মানুষ টা ঠকুক।
বর যাত্রী চলে এসেছে।-দোস্ত তোকে যা লাগছেনা।থুক্কু,ভাবী আপনাকে যা লাগছেনা।কি কপাল আমার দেখ,আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে আর আমি কিনা থাকতে পারলাম না।ভাইয়া টা যে কিনা,তোকেই বিয়ে করতে হলো তার।আর আমি কিনা নিজের ভাই য়ের বিয়েতে থাকতে গিয়ে নিজের বেস্টির বিয়েতেই থাকতে পারলাম না,হি হি।
-সীমু ফান পরে হবে।আগে তুই তোর ভাইয়াকে গিয়ে বল আমি তার সাথে কথা বলতে চাই।
-কেন?একটু পরেই তো বিয়ে।এখনি তড় সইছেনা।
-ফান করিস না প্লিজ।মাহিম ভাইয়ার সাথে আমার অনেক জরুরি কথা আছে।
-কি কথা শুনি?
-না আমি তাকেই বলবো যা বলার।
-ওকে আমার ভাবীজান,আমি গিয়ে ভাইয়াকে বলছি তুই তার সাথে কথা বলতে চাস।
-হুম বল।-কিরে বলেছিস?
-হুম বলেছি,কিন্তু ভাইয়া কি করে আসবে।ওখানে সব মুরুব্বিরা বসে আছেন।
-যেভাবেই হোক আসতে হবে তাকে কথা গুলো বলা খুবই জরুরি।
-কি এমন কথা যা আমাকে বলা যাবেনা?
-তবে শোন,তোর মনে আছে আমার জন্মদিনে একটা ছেলে আমাকে শাড়ী চুড়ি গিফট করেছিলো।
-হুম মনে আছে।
-ওর সাথে আমার বন্ধুত্ব হয় জানিস তো।
-হুম তাও জানি।
-কিন্তু আমি এখন বুঝতে পেরেছি,ওটা শুধু মাত্র বন্ধুত্ব ছিলোনা।
-তাহলে কি ছিলো?
-ওটা আমার ভালোবাসা ছিলো।যা আজ আমি খুব ভালো করেই বুঝতে পারছি।
-কি বলছিস তুই আজ এসব।
-হ্যাঁ ঠিকই বলছি। তাই আমি মাহিম ভাইয়াকে ঠকাতে চাইনা।আমি তাকে সব কিছু সরাসরি বলে দিতে চাই।
-তারপর?
-তারপর কি হবে তা আমি জানিনা।
-ছেলেটা কে জেনেছিস?দেখেছিস?
-না?
-সে কি বলেছে?
-বলেছে বিয়ে করে নিতে।
-তবে শোন,তুই চোখ বন্ধ করে ভাইয়াকে বিয়ে করে নে।একবার আঘাত পেয়েছিস মনে আছে?
-সেই ভয়েই আমি অচেনা মানুষটার সাথে নিজেকে জড়াইনি।কিন্তু আজ দেখ,আমি নিজেই তার মায়ায় জড়িয়ে গেছি।
-যা হয়েছে হয়েছে।সব কিছু এখানেই বাদ।তুই এই সব কিছুই ভাইয়াকে বলবিনা।যা হচ্ছে হয়ে যেতে দে।
আল্লাহ্ যা করবেন তা ভালোর জন্য করবেন।
-কিন্তু আমি একটা মিথ্যে নিয়ে জীবন শুরু করতে
পারবোনা।
-মানে?
-মাহিম ভাইয়াকে সত্যি না জানিয়ে তার সাথে সম্পর্কে জড়ালে তো মিথ্যে নিয়েই জীবন শুরু করা লাগবে।তা আমার দ্বারা সম্ভব না দোস্ত।আমি পারবোনা এই ভালো মানুষ টাকে ঠকাতে।
-ওই তো মাহিম ভাইয়া চলে এসেছে।
-আপনি এসেছেন?
-হুম।
-আমি আপনাকে বিয়ে হবার আগেই কিছু কথা বলতে চাই।
-নীলা প্লিজ।
-তুই চুপ থাক সীমু।আমাকে বলতে দে।
শুনুন,আমি জানি আপনি খুব ভালো একটা ছেলে।শুধু আমি কেন,এলাকার সবাই জানে আপনি খুব ভালো।
আমার আম্মু আব্বুও আপনাকে খুব বেশি পছন্দ করে।
তাই আমি চাইনা আপনার মত এত ভালো একটা মানুষকে ঠকাতে।তাই আমি বিয়ের আগেই আপনাকে সব জানিয়ে দিতে চাই।আমি প্রথমে একজনকে ভালোবাসতাম,আর তার কাছ থেকে প্রতারিত হয়েছি।
-নীলা,ভাইয়া জানেন এটা।আমি তাকে বলেছিলাম।
-ও আচ্ছা।এরপর আমি পড়াশোনায় মন দেই।
কয়েক বছর কেটে যায়,একদিন এক ছেলে আমাকে আমার জন্মদিনের দিন সারপ্রাইজ দেয়।তারপর থেকে টুকটাক মেসেজ দিতো।আমিও দিতাম।এরপর আমাদের ফোনে কথা হয়।সে আমাকে সব সময় ভালো উপদেশ দিতো।সব সময় বলতো আম্মু আব্বুকে যেন কখনো কষ্ট না দেই।মন দিয়ে যেন পড়াশোনা করি।আর এক্সামেও সে খুব সাহায্য করতো।ধীরেধীরে আমাদের বন্ধুত্ব হয়।তারপর হঠাৎ একদিন বাবা মা আমার বিয়ে ঠিক করেন আপনার সাথে।
তাই আমি তার সাথে যোগাযোগ বন্ধ করে দেই।কারণ আমি প্রথম বার ভুল করেছি,২য় বার আর ভুল করতে চাইনি।
কেননা ছেলেটা আমার সাথে কখনো দেখা করেনি।তাই একটু অবিশ্বাস কাজ করেছে।কিন্তু আজ আমি বুঝতে পারছি।আমি সেই অচেনা মানুষ টাকে ভালোবেসে ফেলেছি।খুব বেশি ভালোবেসে ফেলেছি।হয়তো তাকে ভুলতেও পারবোনা আমি কোন দিন।কিংবা এ ও জানিনা,কোন দিন আমি আপনাকে ভালোবাসতে পারবো কিনা।তাই আমি চাইনা আপনি কোন ভাবে ঠকে যান।
তাই আমি আপনাকে বিয়ের আগেই সব জানিয়ে দিলাম।
এখন আপনার ইচ্ছে,আপনার যা মনে চায় আপনি তা করতে পারেন।চাইলে বিয়েটাও ভেঙে দিতে পারেন।কিন্তু আম্মু আব্বু খুব কষ্ট পাবে এতে।এই ভেবেই কষ্ট হচ্ছে।আপনি কোন কথা বলছেন না কেন?চুপচাপ দাঁড়িয়ে আছেন যে?
-কি বলবো,কি ই বা বলার আছে আমার?ছেলেটাকে বলেছিলে আজ তোমার বিয়ে?কি বলেছে সে?
-হুম বলেছিলাম,বলেছে বিয়েটা করে নিতে।আর বলেছে...
-কি বলেছে?
-আপনার কন্ঠ টা না,
-কি?
-না মানে,
-কি বলেছে ছেলেটা?
-বলেছে,
-হুম,কি বলেছে?
-বলেছে যার জন্য বউ সেজে বসে আছো তাকেই বিয়ে করে নাও।আমাদের জীবনে কখনো কখনো এমন কিছু ঘটে যায় যার জন্য আমরা প্রস্তুত থাকিনা কিংবা কল্পনাও করিনা।
-তাহলে তাই করো বিয়েটা করে নাও।
-কিন্তু আপনার কন্ঠটা।
-কিন্তু আমাদের পরিস্থিতির সাথে নিজেদের মানিয়ে নিতে হয় এঞ্জেল।
-হুম জানিতো।কিহ?এঞ্জেল?(অবাক হয়ে)এঞ্জেল তো আমাকে অচেনা মানুষ টা ডাকে।আর পরিস্থিতির সাথে নিজেদের মানিয়ে নিতে হয়,এই কথাটাও তো সে বলেছে ফোন কাটার আগে।আর এ ও বলেছে সুখী হও।আমার মোবাইল টা কই আমার মোবাইল?
ESTÁS LEYENDO
অচেনা মানুষ - Strangers | (Complete)
Ficción GeneralRead first to find something special😊❤