স্যাটানস ভার্সেস

1.1K 3 0
                                    

সিনথীর সাথে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর মানসিকতায় খুব উগ্র হয়ে গিয়েছিলাম। নানা কান্ড করতে মন চাইত, বন্ধু বান্ধবও পাল্টে ফেললাম। ঐ সময়টাতে এলিনের সাথে সখ্যতা বেড়ে বেশ ভালো বন্ধুত্ব তৈরী হল। এলিন পলাশীরই ইমু বিল্ডিংএর মেয়ে, সোশালী অকওয়ার্ড, বহুকাল আগে থেকেই আউটকাস্ট, ছেলে, মেয়ে সবাই অপছন্দ করত, বিচ হিসেবে নাম রটে গিয়েছিল। তিন চার বছর একা থাকার পর এলিনও আমাকে পেয়ে যেমন হাতছাড়া করতে চাইল না, আমিও একজন সঙ্গীর আশায় ওর একসেন্ট্রিক চিন্তাভাবনা মেনে নিতে লাগলাম। ওর সাথে আরেকটা মিল ছিল দুজনেই ভীষন ম্যাঙ্গাভক্ত ছিলাম। রাতভর টরেন্ট ডাউনলোড করে ইউএসবিতে ভরে নিয়ে আসতার ওর জন্য। ম্যাঙ্গা আর হেনতাই নিয়ে ঘন ঘন আলোচনার কারনে আমাদের মধ্যে যে কোন টপিকে যতদুর খুশী আলোচনা চালানো যেত, কোন ব্যারিয়ার, ভনিতা ছাড়াই।

এলিন আমাকে বললো, তোর কাছে স্যাটানকে ক্যারেক্টার হিসেবে কেমন হয়, আমার ইদানিং ওকে নিয়ে সেকেন্ড থট হচ্ছে

আমি বললাম, তুই কোন পর্বের কথা বলছিস

– কোন পর্বের কথা বলছি না গাধা, একচুয়াল স্যাটানের কথা বলছি, গডের চ্যালা থেকে শত্রু হলো যে

– তুই তো গডই বিশ্বাস করিস না, গড না থাকলে স্যাটান আসবে কোথা থেকে

– ধর যদি গড থাকত, স্যাটানও থাকত, আমার মনে হয় স্যাটান শেষ যুগে রেসকিউয়ার হিসেবে আবির্ভুত হতে পারে

– বলিস কি, এই কাহিনী তো আগে শুনি নি

– শোন, সবাই বলে এ্যাবসল্যুট পাওয়ার করাপ্টস এ্যাবসল্যুটলী, গডের পাওয়ার যেহেতু এ্যাবসল্যুট, সে একদিন না একদিন করাপ্ট হতে বাধ্য, হয়তো হয়েও গেছে। তুই রিলিজিয়াস টেক্সটে গডের কথা বার্তা শুনে দেখ। মনে হবে কোন বদমেজাজী স্বার্থপর বুড়ো হাবড়া ধমকাচ্ছে। সো গড যখন ভীষন পাজী হয়ে যাবে, তখন গডকে থামাবার ক্ষমতা একমাত্র স্যাটানেরই থাকবে। অন্যরা তো পেরে উঠবে না

আমি বললাম, শোন তোর এই হাইপোথিসিস যেন ঢাকায় আর কারো কানে না যায়। যেই শুনবে অমনি তোকে জ্যান্ত পুরিয়ে মারবে।

তানিম সিরিজ (১৮+)Donde viven las historias. Descúbrelo ahora