পর্ব -- ১০

272 3 0
                                    

লিমাঃ

"খালা, খালা, মেয়েটা কোথায়?"

বলতে বলতে ঘরে ঢুকেই থমকে
চুপ করে দাঁড়িয়ে গেলাম,

ঘরের পরিস্থিতি দেখে, যে কেউই বুঝতে পারবে যে, কেউ একজন খালার ভীষণভাবে
যত্ন নিয়েছে।
জল পট্রি দেয়ার বাটি আর কাপড় খালার পাশেই পড়ে আছে।

সোফার দিকে তাকিয়ে দেখি,
মেয়েটা ডান হাতে একটা তসবি, আর কপালে বাম হাত দিয়ে গুটিসুটি মেরে অর্ধ শোয়া, অর্ধ বসা অবস্থায় সোফার মধ্যে পড়ে আছে।
মনে হচ্ছে ঘুমাচ্ছে।

খুব আস্তে আস্তে মেয়েটার দিকে এগিয়ে গেলাম,
যেনো আমার কারনে মেয়েটার ঘুম
ভেঙ্গে না যায়।

একদম মেয়েটার মুখের কাছে গিয়ে বোঝার
চেষ্টা করলাম, আসলেই ঘুমাচ্ছে নাকি ঘুমের ভান ধরে আছে।

তারপর খালার
পাশে বসে কপালে হাত দিয়ে জ্বর আছে কিনা  দেখলাম।
আস্তে করে ডাকলাম খালাকে।

ধড়মড়িয়ে উঠে বসল খালা।
হাত নাড়িয়ে ইশারায় বললো, মেয়েটা তার অনেক যত্ন নিয়েছে।

খালার ইশারায় পুরো হতভম্ব হয়ে গেলাম।

"আপনি জানেন না ও কিভাবে বেরিয়েছে.!!???"
"চোখ খুলে দেখলেন ও আপনার মাথায় জল পট্রি
দিচ্ছে..???"
"আপনাকে খাইয়েও দিয়েছে..??"

প্রতিটা প্রশ্নের জবাবে হ্যাঁ সূচক উত্তর দিল।

মেয়েটার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকলাম
কতক্ষণ।

"আনবিলিভেবল..!!!
এই মেয়ের মধ্যে দয়ামায়া
বলে কিছু আছে..!!!

কিন্তু তালা লাগানো ঘর থেকে ও
বের হল বা কিভাবে এটাই তো বুঝতে পারছিনা,
যাদু জানে নাকি..??"

"যাকগে,
সেবা যখন করেছে তখন ঘুমাক, ডাকবনা
এখন। তুমিও রেস্ট নাও।
আমি একটু দেখি, কোন
খাবার আছে নাকি। প্রচন্ড ক্ষুধা লেগেছে।"

তিশাঃ

খালা হাত নাড়িয়ে কথা বলতে
লাগল ইশারায়, সব বুঝতে পারলাম না, তবে
মাঝে মাঝে আমার দিকে ইশারা করল।
দেখে মনে হচ্ছে, খালার ইশারায় মেয়েটা যেন পুরো
হতভম্ব হয়ে গেল।
অবাক হয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ আমার দিকে, আর চিন্তিত ভঙ্গিতে মাথা নাড়ল।

অপহরণ । (সমকামী প্রেমের গল্প / Lesbian story)Where stories live. Discover now