লিমাঃ
"আয় আমার সাথে,
না হাঁটলে কিন্তু ছেঁচড়াতে ছেঁচড়াতে নিয়ে যাবো"কোনমতে উঠে পেছন পেছন
হাঁটতে শুরু করল মেয়েটা।ঘর থেকে বের হয়ে ওকে টানতে টানতে জংগলের ভেতর হাঁটা শুরু করলাম।
"কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে.!!!?
কি করতে চাইছেন
আপনি..???"বারংবার শুধু জানতে চাইছে ও।
কোন কথা না বলে, শুধু এগিয়েই যাচ্ছি।
মাঝে মাঝে শিকলে এমন টান দিচ্ছি,মনে হচ্ছে যেন
কোনমতে পড়তে পড়তে বেঁচে যাচ্ছে ও,যদিওবা ইচ্ছে করেই করছি,
প্রায় পাঁচ মিনিট হাঁটার পর থামলাম।ওকে একটা মোটা গাছের
সাথে দুই হাত পিছমােড়া করে শিকল দিয়ে আটকালাম।বললাম,
"নে, এবার যত খুশি চিৎকার দে
আর বনের পশুপাখিদের শুনা।দেখি, কাউকে পটাতে
পারিস কিনা..!!!!কপালে থাকলে বাঘ-ভাল্ভুক কিছুও
তাের প্রেমে পড়ে যেতে পারে"কি-ক্কি বলছেন
আপনি.....
বব্বাঘ-ভাল্লুক মানে..????আমাকে এখানে আ-আটকে রেখে যাচ্ছেন কেন..???
ভয়ের চোটে তোতলাতে লাগল মেয়েটা।
আর কোন কথা না বলে যেপথ দিয়ে আমরা
এসেছি, সেদিকে হাঁটতে লাগলাম আমি।"শুনেন, শুনেন,
এই যে.. আপনি একটা পাগল,
শুনছেন আপনি,
আস্ত একটা সাইকো আপনি"
অনেক বার ডাকল মেয়েটা,
পরের কথাগুলো মনে হচ্ছে আরো বেশি চিৎকার দিয়ে বলল।***
তিশাঃ
জঙ্গল আগের থেকে ঘন হল না পাতলা,
বুঝতে পারছি না আমি।মেয়েটা আমাকে বেঁধে,
যেপথ দিয়ে এসেছিলাম, সেদিকে চলে গেল।
VOUS LISEZ
অপহরণ । (সমকামী প্রেমের গল্প / Lesbian story)
Mystère / Thrillerফাহিমা আক্তার লিমা, "ডাক-নাম লিমা" আমাদের গল্পের নায়িকা এবং খলনায়িকা উভয়ই। দেখতে সে অসাধারণ সুন্দরী, কোনো সুপার মডেলের চেয়ে কম নন। দিনে সে একজন কোটিপতি বিজনেস ইয়াং লেডি, কিন্তু রাতে সে একজন অপহরণকারী। যখন সে কোনো এক ভোরবেলা সহজ-সরল তাসনিম হা...