পর্ব‌ -- ০৩

347 3 0
                                    

ফাহিমা আক্তার লিমাঃ

রুমে ঢুকেই দেখি মেয়েটা ঘুমোচ্ছে, ওকে ঘুমোতে দেখে মেজাজটা গেলো আরো বিগরিয়ে!!

মনে মনে ভেবে নিলাম, আজ ওর ঘুম ভাঙ্গবে লাত্থি আর চিংকারে।

মেয়েটার কাছে গিয়েই ক্রমাগত লাখি মারছি। সাথে বলছি,
"ওঠ! তােকে কি আমি আরামে ঘুমানোর জন্য এনেছি।
এ অবস্থাতেও তাের ঘুম আসছে, না?"

শােয়া থেকে তাড়াতাড়ি উঠে গুটিসুটি মেরে দেয়ালের দিকে সেঁটে গেল মেয়েটা।

আমি ওর মুখের সামনে উবু
হয়ে ওর গালদুটো ডান হাত দিয়ে টিপে ধরে বললাম-
"তা ঘুমিয়ে ঘুমিয়ে কাকে স্বপ্নে দেখছিলি? আমিও
একটু শুনি"

আ.!!! আ..!!!!

আ! আ.! করে অস্ফট আর্তনাদ করে হাতটা ছাড়ানোর চেষ্টা
করল ও, কিন্তু পারল না।

আমি এবার মুখ ছেড় খাটের
ওপর থালার দিকে তাকালাম।
তারপর বললাম-,
"খাসনি..

"আমি খাবনা, আমি বাসায় যাব"

ওর এই কথা শুনে হাে হো করে হেসে উঠলাম আমি।

"বাসায় যাবি? এটাই এখন থেকে তোর বাসা। চুপচাপ
খেয়ে নে"

"আমি খাবনা"


"আমি খাবনা" আরো শক্ত কন্ঠে বলল ও।
মনে হচ্ছে যেনো নিজের
কণ্ঠস্বরে নিজেই চমকে গেল ও।

"শােন, ভাল কথা বলছি। যখন খেতে দিব, চুপচাপ
খেয়ে নিবি। আমি অবাধ্যতা পছন্দ করিনা"

থালাটা ঠেলে দিলাম ওর দিকে।
অবাক হল মেয়েটা,

দেখে যেনো মনে হচ্ছে ওর খুব
ক্ষুধা লেগেছে।
কিন্তু এমন অবস্থায় মানুষের ক্ষুধা
কিভাবে লাগতে পারে, সেটাই আমি বুঝতে পারলাম ন।

মেয়েটার চেহারা দেখে মনে হচ্ছে, ও মনে মনে স্থির করে রেখেছে -
লাগুক ক্ষুধা, তারপরও খাবেনা ও,।

"আমি খাবনা। আমি বাসায় যাবো।
আমাকে ছেড়ে
দেন। আপনি কেন ধরে এনেছেন আমাকে?"

অপহরণ । (সমকামী প্রেমের গল্প / Lesbian story)Donde viven las historias. Descúbrelo ahora