পর্ব -- ১৪

335 5 4
                                    

তিশাঃ

অন্যদিনের মত আজ আর খালাকে
ডাকাডাকি করতে
হলনা আমার।

আবার জ্বর আসতে পারে ভেবে
খালা আমার ঘরেই, নিচে বিছানা করে ঘুমিয়েছে।

কিন্ত ঘুম
ভেঙে পায়ে শিকল আবিষ্কার করলাম,
যার আরেক
প্রান্ত আমার বিছানার সাথে আটকানো।

রাগ হতে গিয়েও
কি মনে করে জেনো আর রাগ করলাম না, হয়তো এসবে
অভ্যস্ত হয়ে যাচ্ছি।

খালাকে ডাকলাম,
"খালা, ও খালা, শিকল খুলে দেন, নামাজ পড়ব"
যথারীতি ধড়মড়িয়ে উঠে বসল খালা।

হকচকিয়ে আমার
দিকে তাকিয়ে উঠে বাইরে গেল।

"আরে খালা, আমাকে না খুলে কই যাচ্ছেন আপনি..??"
বলে উঠলাম।

হাত চাবি নিয়ে ফিরে আসল খালা।
ও, আমি যেন হাতের নাগালে চাবি না পাই, তাই বাইরে
রেখেছে। কত্ত সাবধানতা..!!!
মনে মনে বললাম।

কিন্তু সমস্যা এটা না। সমস্যা হল,
বাথরুম করে
এসে দেখলাম, ড্রামে পানি নাই।

ঘরের জগেও যেটুকু
পানি আছে, তাতে আজু হবেনা।
এখন কি করবো,


পরিস্থিতিতে তায়ামম হবে কি হবেনা
ভাবছিলাম।

সমস্যার সমাধান দিল খালা।
বালতি আর
একটা টর্চলাইট নিয় এসে ইশারা করল পানি
আনতে যাওয়ার জন্য।

"কিন্তু খালা, এই
অন্ধকারে......কিভাবে..??"
প্রশ্ন করলাম।

খালা
ইশারায় বোঝাল, কোন ব্যাপারই না এটা উনার জন্য।

হতভম্ব হয়ে খালার পেছন পেছন
হাঁটতে লাগলাম।

যখন আমরা ঝর্ণার কাছে পৌঁছলাম,
তখন আকাশ সবে
ফর্সা হয়ে এসেছে।

আমি তাে পুরা অবাক, খালা
কিভাবে অন্ধকার জঙ্গলের মধ্যে রাস্তা চিনল..!!!

ঝর্ণার পানিতে নেমে অজু করলাম।
তাহাজ্জুদ তো
গেছেই, এখন আর ফিরে গিয়ে ফজরও পড়ার সময়
থাকবেনা,

ঘাসের উপরেই পশ্চিমমুখী হয়ে দাঁড়িয়ে
গেলাম। সবথেকে বেশি অবাক হলাম সালাম ফিরিয়ে
পেছনে তাকিয়ে।

Has llegado al final de las partes publicadas.

⏰ Última actualización: Dec 03, 2023 ⏰

¡Añade esta historia a tu biblioteca para recibir notificaciones sobre nuevas partes!

অপহরণ । (সমকামী প্রেমের গল্প / Lesbian story)Donde viven las historias. Descúbrelo ahora