#অনার্স_৩য়_বর্ষ
#ফোকলোর_তত্ত্ব_ও_বাংলা_লোকসাহিত্য
#টপিক_টোটেম
টোটেম -টোটেম মানে ‘মান্য' করা। কোন একটি বিশেষ গোত্র বা জন গোষ্ঠী কোন প্রাণী, বৃক্ষ বা অপ্রাণীবাচক বস্তুকে মান্য করে এই ভেবে যে ঐ প্রাণী, বৃক্ষ বা অপ্রানীবাচক বস্তুতে তাদের আত্মা সঞ্চারিত হয়ে আছে। এই বিশ্বাস বোধের কারণে ঐ নির্দিষ্ট জনগোষ্ঠীর সঙ্গে বিশেষ কোন প্রাণী বা বৃক্ষের একটি সুনির্দিষ্ট সম্পর্ক গড়ে ওঠে। ঐ জনগোষ্ঠী মনে করে ঐ বিশেষ প্রাণী বৃক্ষ বা অপ্রাণীবাচকে বস্তু থেকে তাদের জন্ম হয়েছে । ঐ বিশেষ প্রানী, বৃক্ষ বা অপ্রানীবাচক বস্তুই হল ঐ গোত্রের “টোটেম”। অর্থাৎ টোটেম থেকে তারা জন্ম নিয়েছে। তাদের মৃত্যুর পর ঐ টোটেমেই তাদের আত্মা (Soul) বিলীন হয়ে যাবে। বিভিন্ন আদিবাসি সমাজের টোটেমের দৃষ্টান্ত দেওয়া হল -
জনজাতি | গোত্ৰ | টোটেম |
১)খাড়িয়া -জাবু- ইদুঁর
২) খাড়িয়া - কুলু-কচ্ছপ
৩)ভূমিজ-টুমাবুঙ-কুমড়ো
৪)ভূমিজ-নাগ-সাপ
৫)মুণ্ডা-ভেঙরা-ঘোড়া
৬)মুণ্ডা-ডুংরি-বুনো শূয়োর
৭)লোধা-দিখার-শুশুক
৮)লোধা-ভূঁইয়া-শোলমাছ
৯)সাঁওতাল-হাঁসদা-পাতিহাঁস
১০)সাঁওতাল-মুরমু-নীলগাই
১১) সাঁওতাল-সরেন-সপ্তর্ষি মণ্ডল /কৃত্তিকা।
![](https://img.wattpad.com/cover/343185535-288-k660779.jpg)
YOU ARE READING
ফোকলোর তত্ত্ব ও বাংলা লোকসাহিত্য
Randomফোকলোর তত্ত্ব ও বাংলা লোকসাহিত্য শিরোনামের কোর্সে আমরা ফোকলোর তত্ত্ব এবং এর বিবিধ প্রকারভেদ নিয়ে আলোচনা দেখতে পাই। বাংলা লোকসাহিত্য অংশে বাংলা সুদীর্ঘ কালের লোকসাহিত্য এর সংজ্ঞা, প্রকারভেদ, উদ্ভব ও বিকাশের ধারা বর্ণনীয়।