ফ্রয়েডের মনঃসমীক্ষণ তত্ত্ব : Sigmund Freudছিলেন মনস্তাত্ত্বিক তত্ত্বের প্রবক্তা ও বিখ্যাত
মনোবিজ্ঞানী। তিনি আধুনিক সমাজবিজ্ঞান ও অন্যান্য
বিজ্ঞানের ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রাখেন। মনোবিজ্ঞানীদের মধ্যে Freud ই প্রথম ব্যক্তিত্বের বিকাশ সম্পর্কে এক অর্থবহ আলোচনার অবতারণা করেন এবং ব্যক্তিত্বের কাঠামো নিরূপণে বাল্যকাল ও শৈশবের গুরুত্বের কথা উল্লেখ করেন। Freud এর মতে, “মানুষের সকল আচার আচরণ পারস্পরিক সম্পর্ক ও চিন্তাভাবনা, কামশক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয়।” এজন্য ব্যক্তিত্বের বিকাশকে তিনি কামশক্তির প্রেক্ষাপটে ব্যাখ্যা করেছেন। ব্যক্তিত্বের বিকাশে Freud এর তত্ত্বকে তাই কেউ কেউ কামবৃত্তির তত্ত্ব বলে আখ্যায়িত করেছেন। Freud #ব্যক্তির_মানসিক #অবস্থাকে #তিনটি ভাগে ভাগ করেছেন। যথা :
ক. #আদিসত্তা (Id),
খ.#অহম (Ego) এবং
গ. #অধিসত্তা (Super ego)|#ক. #আদিসত্তা (The Id) : #Id হচ্ছে ব্যক্তিত্বের প্রাথমিক স্তর। এ স্তরটি জন্মগত। এটি সুখনীতি দ্বারা পরিচালিত। সবসময় আনন্দ পেতে চায়। এটি ন্যায়অন্যায় বা কোন নৈতিকতার ধার ধারে না। সমস্ত জৈবিক কামনা বাসনা এ স্তরে প্রকাশ পেতে চায় ৷
খ. #অহম (The #Ego) : আদি সত্তার কামনা-বাসনার যথাযোগ্য বাস্তব সংগতিসাধনের জন্যই অহমের উদ্ভব। অহমকে ব্যক্তিত্বের কার্যনির্বাহী কর্ণধার বলা যেতে পারে। Id কে বাদ দিয়ে Ego এর কোন অস্তিত্ব নেই এবং Ego কখনো Id হতে স্বাধীন হতে পারে না।
গ. #অধিসত্তা (#Super #Ego) : Super ego কে চিরাচরিত মূল্যবোধ এবং সামাজিক আদর্শের অভ্যন্তরীণ প্রতিভূ বলা হয়। পুরস্কার অথবা শাস্তি প্রদানের মাধ্যমে বাবা-মা সামাজিক আদর্শ ও মূল্যবোধ শিশুর উপর চাপিয়ে দেয়। এরূপ আদর্শ ও মূলবোধের আত্মস্থকরণের মাধ্যমে অধিসত্তার উদ্ভব হয়। অধিসত্তাকে ব্যক্তিত্বের নৈতিকতার ধারক ও বাহক বলা যেতে পারে। এর মুখ্য কাজ হচ্ছে ন্যায়অন্যায়ের মধ্যে পার্থক্য নির্ণয় এবং সামাজিক আদর্শের ভিত্তিতে ব্যক্তিকে কাজ করতে উদ্বুদ্ধ করা। অধিসত্তা চায় নিজের মনের রঙে রাঙিয়ে ব্যক্তিত্বকে গড়ে তুলতে।
উপসংহার : উপর্যুক্ত আলোচনার পরিশেষে বলা যায় যে, ফ্রয়েডের মনঃসমীক্ষণ তত্ত্বে মানুষের সকল আচার আচরণ পারস্পরিক সম্পর্ক ও চিন্তাভাবনা, কামশক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয়। এর তত্ত্বে মুখ্য কাজ হচ্ছে ন্যায়অন্যায়ের মধ্যে পার্থক্য নির্ণয় এবং সামাজিক আদর্শের ভিত্তিতে ব্যক্তিকে কাজ করতে উদ্বুদ্ধ করা।
YOU ARE READING
ফোকলোর তত্ত্ব ও বাংলা লোকসাহিত্য
De Todoফোকলোর তত্ত্ব ও বাংলা লোকসাহিত্য শিরোনামের কোর্সে আমরা ফোকলোর তত্ত্ব এবং এর বিবিধ প্রকারভেদ নিয়ে আলোচনা দেখতে পাই। বাংলা লোকসাহিত্য অংশে বাংলা সুদীর্ঘ কালের লোকসাহিত্য এর সংজ্ঞা, প্রকারভেদ, উদ্ভব ও বিকাশের ধারা বর্ণনীয়।