ছড়া (রবীন্দ্রনাথ ঠাকুর)

0 0 0
                                    

#অনার্স_৩য়_বর্ষ
#কোর্স_ফোকলোর_তত্ত্ব_ও_বাংলা_লোকসাহিত্য
#টপিক_ছড়া
(ছড়া নিজে থেকেই জন্মেছে- রবীন্দ্রনাথ ঠাকুর)

উত্তর :
সহজ অবস্থায় আমাদের মানসাকাশে স্বপ্নের মতো যে-সকল ছায়া এবং শব্দ যেন কোন্ অলক্ষ্য বায়ুপ্রভাবে দৈবচালিত হইয়া কখনো সংলগ্ন কখনো বিচ্ছিন্ন ভাবে বিচিত্র আকার ও বর্ণ-পরিবর্তন-পূর্বক ক্রমাগত মেঘরচনা করিয়া বেড়াইতেছে তাহারা যদি কোনো অচেতন পটের উপর নিজের প্রতিবিম্বপ্রবাহ চিহ্নিত করিয়া যাইতে পারিত তবে তাহার সহিত আমাদের আলোচ্য এই ছড়াগুলির অনেক সাদৃশ্য দেখিতে পাইতাম। এই ছড়াগুলি আমাদের নিয়তপরিবর্তিত অন্তরাকাশের ছায়ামাত্র, তরল স্বচ্ছ সরোবরের উপর মেঘক্রীড়িত নভোমণ্ডলের ছায়ার মতো। সেইজন্যই বলিয়াছিলাম ইহারা আপনি জন্মিয়াছে।

ফোকলোর তত্ত্ব ও বাংলা লোকসাহিত্য Where stories live. Discover now