ফোকলোর তত্ত্ব ও বাংলা লোকসাহিত্য শিরোনামের কোর্সে আমরা ফোকলোর তত্ত্ব এবং এর বিবিধ প্রকারভেদ নিয়ে আলোচনা দেখতে পাই।
বাংলা লোকসাহিত্য অংশে বাংলা সুদীর্ঘ কালের লোকসাহিত্য
এর সংজ্ঞা, প্রকারভেদ, উদ্ভব ও বিকাশের ধারা বর্ণনীয়।
লোক সাহিত্যের গবেষণা করতে গিয়ে লৌকিক উপাদানের উপকরণের ভিন্নমুখিতা থেকে লোকসাহিত্যের বিভিন্ন তত্ত্বের উদ্ভব ঘটেছে। বিভিন্ন ব্যক্তির স্বতন্ত্র দৃষ্টিভঙ্গির কারণে ও বিভিন্ন তত্ত্বের যৌক্তিক কারণ দেখাতে চেষ্টা করেছেন। প্রধান প্রধান তত্ত্বগুলোর মধ্যে মনোসমীক্ষণতত্ত্ব অন্যতম ।
সিগমুন্ড ফ্রয়েড প্রদর্শিত পথে লোকসাহিত্যের মনোসমীক্ষণ তত্ত্বের উদ্ভব। এই তত্ত্বের প্রথম প্রয়োগ করেন কার্ল আব্রাহাম ১৯১৩ সালে। ফ্রয়েডের মতে, মানুষের অতৃপ্ত কামনা বাসনা বা আনন্দবেদনা যে স্তরে মানুষ সরাসরি উপভোগ করতে পারে না। সেটি লোকসাহিত্যের মধ্যে প্রকাশ করে। লোককাহিনীতে তিনি মানবজাতির কর্ম ও লাস্যময় জীবনের প্রতিচ্ছবি দেখেন এবং লক্ষ করেন জীবনের নীতিময় দিক।
Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.