#অনার্স_৩য়_বর্ষ
#ফোকলোর_তত্ত্ব_ও_বাংলা_লোকসাহিত্য
#টপিক_ট্যাবু_Taboo#ট্যাবু মানে 'বিধি- নিষেধ'। #ট্যাবু অলিখিত 'নিষেধ' কে বোঝায়। #ট্যাবুর মধ্যে ধর্মভাবনা জড়িয়ে আছে। যে এই প্রথাসিদ্ধ নিষেধকে অমান্য করে সে কঠিন। শাস্তি পেতে বাধ্য। #ট্যাবুর মধ্যে তাই সামাজিক নিয়ন্ত্রনের শক্তি নিহিত থাকে। বিখ্যাত নৃতত্ত্ববিদদের মতে #ট্যাবু হল -
A System o religious and social interdiction and prohibition."
পলিনেশিয়ার কোন কোন প্রাচীন জাতি এখনো তাদের দরজায় নানারূপ সংকেতি চিহ্ন বা গাছের পাতা রেখে দেয়। তাদের বিশ্বাস, কোন চোর যদি ঐ ঘরে প্রবেশ করে তবে তার ভয়ানক অসুখ করবে। এমনকি মৃত্যু মুখে পাতিত হবে। কিম্বা সাওতাল জনজাতির, হাঁসদা গোত্রের মানুষ জন পাতিহাঁস মারে না। তাদের বিশ্বাস ঐ পাতিহাঁস থেকেই তাদের জন্ম হয়েছে। তাই ঐ হাঁস মারলে তাদের ভীষন ক্ষতি হতে পারে এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে।
![](https://img.wattpad.com/cover/343185535-288-k660779.jpg)
YOU ARE READING
ফোকলোর তত্ত্ব ও বাংলা লোকসাহিত্য
Randomফোকলোর তত্ত্ব ও বাংলা লোকসাহিত্য শিরোনামের কোর্সে আমরা ফোকলোর তত্ত্ব এবং এর বিবিধ প্রকারভেদ নিয়ে আলোচনা দেখতে পাই। বাংলা লোকসাহিত্য অংশে বাংলা সুদীর্ঘ কালের লোকসাহিত্য এর সংজ্ঞা, প্রকারভেদ, উদ্ভব ও বিকাশের ধারা বর্ণনীয়।