দুই

1.1K 20 0
                                    

সময়টা ছিল ২০০৬ সালের এপ্রিল মাস। ১৪ই এপ্রিল, পহেলা বৈশাখ।

সকালে বেরিয়েছিলাম কলেজে প্রোগ্রাম দেখব, ঘুরে বেড়াব, বন্ধুদের সাথে আড্ডা মারব বলে।কিন্তু কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে চোখ চোখ দুটো ঢুলু ঢুলু হয়ে পড়া ছাড়া আর কোন অনুভূতি হচ্ছিল না।

হঠাৎ মোর্শেদ বলল, ধুর। এটা প্রোগ্রাম না প্রোগ্রামের মড়া? শুধু শুধু এখানে বসে পেইন খাচ্ছি।তারচেয়ে চল রাস্তা পার হয়ে মহসীন কলেজে যাই। ওদের প্রোগ্রাম আশা করি আমাদের চেয়ে ভাল হবে।

বাকি ছেলেপেলেরা সাথে সাথে বলে উঠল, আসলেই। চল, মহসীনেই যাই। এখানে সময় নষ্ট করার মানেই হয় না।

উল্লেখ্য, আমরা তখন চট্টগ্রাম কলেজে পড়ি। ফার্স্ট ইয়ারে।মাত্র কিছুদিন আগেই এসএসসি পাশ করেছি।এখন "খুব বড় হয়ে গেছি" ভাব নিয়ে প্রতিদিন কলেজে যাই।ক্লাসে যাই আর না যাই, প্রতিদিন গাছ তলায় বসে আমাদের আড্ডা আর মামার দোকানে চা আর সিগারেট চলতে থাকে।
এভাবেই চলছিল জীবন।এরই মাঝে এল পহেলা বৈশাখ ২০০৬, আমার জীবনের মোড় ঘুরিয়ে দেয়া সেই দিন।

রাস্তা পেরুলেই মুহসীন কলেজ, আমাদের প্রতিদ্বন্দ্বী।

আমরা ভেতরে ঢুকে পড়লাম।

এখানকার অনুষ্ঠানের অবস্থাও তেমন সুবিধার না, দুই মিনিটেই সবাই বিরক্ত।

ঐ, এখন কি করবি? মোর্শেদ জানতে চাইল।

আমি কি বলব? তুইইতো মুহসীনে আসতে চাইলি।

আরে বাবা , ভুল হইছে।এখন কি করবি বল?

সি আর বি যাবি?

ঐখানকার প্রোগ্রাম কেমন হয়?

শুনছি ভাল হয়।

ভালতো ব্যাটা এটাকেও বলছিলি।

আরে ভাই, আমি আগে কখনো যাই নাই, কেবল শুনছি।কোয়ালিটির কোন গ্যারান্টি দিতে পারব না।

তো কি করবি?

তারচেয়ে চল আশেপাশে আমাদের আর পোলাপান আছে কিনা দেখি। সবাই আড্ডা টাড্ডা দিয়ে একসাথে লাঞ্চ করে বাড়ির পথে পাড়ি দেব।

তোমার বসন্ত দিনে ... ...Where stories live. Discover now