পর্ব-৬

239 11 2
                                    

#ত্রয়ী
লেখা : নীলা মনি গোস্বামী
পর্ব-৬

ত্রয়ী প্রচন্ড প্রসব বেদনায় কাতরাচ্ছে।বাচ্চার মাথাটা তখন ধীরে ধীরে বের হচ্ছিলো।নীতিশা পাশে বসে চিন্তিত ভঙ্গিতে ঠোঁট কামরাচ্ছে।সুজানা ওর পেট চেপে  ধরে বসে আছে আর রিয়ান দূরে দাঁড়িয়ে আছে। ভীতু ভীতু চোখে দেখছে সব কিছু। মেয়েটা এসব জিনিস চরম ভয় পায়।
হতভম্বভাবে দাঁড়িয়ে ছিলাম আমি। হঠাৎ দেখলাম নীতিশা চমকে উঠে ছিঁটকে দূরে সরে গেলো।কি যেনো দেখে ভয় পেয়েছে মেয়েটা। সুজানা আর রিয়ানাও একটু একটু কাঁপছে।

বাচ্চাটা তখন পুরোপুরিভাবে বের হয়ে এসেছে। ওরা সবাই ভয়ে ছিটকে দূরে সরে গেছে ততক্ষনে। বাচ্চাটারদিকে তাকিয়ে আমি নিজেও চমকে গেলাম ভীষনভাবে। শিরশিরে একটা অনুভূতি টের পেলাম পেটের ভেতর। গা কাঁটা দিয়ে উঠলো ভয়ে।  বাচ্চাটা দেখতে একদমই স্বাভাবিক না। ভীষন অন্যরকম আর অস্বাভাবিক। দেখে মনে হচ্ছে যেনো অন্যভূবনের কিছু একটা চলে এসেছে আমাদের এ জগতে।

ছোট্ট  শরীরটা অসংখ্য লোম দিয়ে ভরপুর।সবুজ রঙের বিশাল বিশাল লোম।চেহারায় বাচ্চাদের মতো কোন কোমলতা নেই।বরং নিষ্ঠুর একটা ভাব রয়েছে। দেখে মনে হচ্ছে প্রাপ্ত বয়ষ্ক কোন লোক বাচ্চার শরীরে আটকা পড়ে গেছে। পাতলা ঠোঁটের নিচে হালকা হালকা দাঁড়িও দেখা যাচ্ছে। ঘাড়ের কাছে সাপের মতো অসংখ্য ছোট ছোট শূঁড় কিলবিল করছে। কচি কচি আঙ্গুলে বিশাল বিশাল নখ। নখগুলো আঁকাবাঁকা,সবুজ রঙের। দেখলেই কেমন যেনো ভয় ভয় করে । 

" শোয়েন " মিনমিন করে বলে উঠলো ত্রয়ী।।

চমকে গেলাম আমরা সবাই।এত দিনে এই প্রথম মেয়েটা কথা বলেছে। পরম যত্নে বাচ্চাটাকে কোলে তুলে নিলো ত্রয়ী। পাশে রাখা  ভিজে কাপড় দিয়ে বাচ্চাটাকে পরিষ্কার করে দিলো। তারপর হাসি হাসি মুখে বলে উঠলো," আমার শোয়েন ফিরে এসেছে আমার কাছে। "

বাচ্চাটাকে বুকে চেপে ধরে অদ্ভূতভাবে উন্মাদিনীর মতো হেসে উঠলো ত্রয়ী। সে হাসিতে গায়ে কাটা দিয়ে উঠলো সবার।

হা করে তাকিয়ে ছিলাম ত্রয়ীর দিকে।....... নিশানের আর্তচিৎকারে চমকে উঠলাম হঠাৎ।কি যেনো দেখে চরম আতঙ্কিত ছেলেটা।

"হায় খোদা!!!  আবার কি ঘটলো!! " বিরক্ত স্বরে কথাটা বলেই হেলেদুলে বাইরে চলে গেলো সুজানা।

.....এবং পরক্ষনেই কানে এলো ওর মরন চিৎকার। হনতদন্ত হয়ে দৌড়ে চলে গেলাম বাইরে।  এবং আতঙ্কে জমে পাথর হয়ে গেলাম।
বিশাল একটা সাপ পেঁচিয়ে ধরে আছে নিশানকে। দুঃসাহসী সুজানা বর্শি হাতে মারতে গিয়েছিলো ওটাকে। এখন সাপটা ওকেও কামড়ে ধরেছে। দুজনকে ধীরে ধীরে টেনে নিয়ে যাচ্ছে পানির দিকে।

চলবে........!

( সরি, একটু সমস্যায় আছি।   নিয়মমত দিতে পারছি না পর্বগুলো। 😖)

ত্রয়ী Tempat cerita menjadi hidup. Temukan sekarang