পর্ব-৮

237 12 1
                                    

#ত্রয়ী

লেখা : নীলা মনি গোস্বামী
পর্ব-৮

আতঙ্কিত রিয়ানা তাকিয়ে আছে আছে আমার দিকে। চিৎকার করে বলছে ওকে বাঁচাতে। পাশেই মাছ কাটার বিশাল বটিটা পড়ে ছিলো। সুজানার ঘন্টাখানিক আগেও এটা দিয়ে মাছ কাটাকুটি করছিলো।দৌড়ে হাতে নিলাম ওটা।তারপর রিয়ানার চুলের গোছাটা হাতের মুঠোয় পুরে নিয়ে দ্রুত হাতে কেটে দিতে লাগলাম ওর চুলের গোছাটা।ছিটকে সাপটা পানিতে পড়ে গেলো।মুখে রিয়ানার  একগোছা চুল!!! 

আতঙ্কিত রিয়ানা স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে জড়িয়ে ধরলো আমাকে। কেঁদে কেঁটে অস্থির হয়ে গেলো ভীতু মেয়েটা। এখনও কাঁপছে ভয়ে। পিঠে হাত বুলিয়ে দিতে লাগলাম ওর। একটু যেনো ধাতস্থ হলো মেয়েটা।

গভীর চোখে তাকালো আমার দিকে। চোখে মুখে অদ্ভূত এক দৃষ্টি। কেমন যেনো অন্যরকম লাগছে রিয়ানাকে। একদৃষ্টে তাকিয়ে আছে আমার দিকে।তারপর কিছু বুঝে উঠার আগেই হঠাৎ করে  চুমো খেয়ে বসলো সে আমাকে।
চমকে গেলাম আমি।
হতভম্বভাবে বললাম, " কি করলে তুমি এটা? "

" ধন্যবাদ দিয়েছি তোমাকে।আমার জীবন বাঁচানোর জন্য" মৃদু হেসে লাজুক ভঙ্গিতে জবাব দিলো রিয়ানা।

" বাহ।।।কি ভালোবাসা " পাশ থেকে হাততালি দিয়ে বলে উঠলো নিতিশা।বাকিরাও হেসে গড়িয়ে পড়লো একজন আর একজনের গায়ের ওপর।লজ্জায় মাটিতে মিশে যেতে মন চাইছিলো আমার।অগ্নিদৃষ্টি মেলে তাকালো রিয়ানা সবার দিকে।হুঙ্কার দিয়ে কিছু একটা বলতে গেলো।। পারলো না। তার আগেই ঘটে গেলো অঘটনটা। জলজ দানবটা হঠাৎ করে উঠে এলো আবার।দুলে উঠলো পুরো লঞ্চ।কামড়ে ধরলো ওটা রিয়ানার মাথা।তারপর একটানে ছিঁড়ে আলগা করে ফেললো ওর মুন্ডু।গলগল করে রক্ত বের হতে লাগলো ওর কাটা ধর থেকে। সে রক্তে ভেসে গেলো পুরো পাটাতন।রিয়ানার মাথাবিহীন ধরটা তখনও টিকটিকির কাটা লেজের মতো লাফাচ্ছিলো ডেকের ওপর।ভয়ে ছিটকে দূরে সরে গেলাম আমি।
হিংস্র দানবটা তীব্র বেগে এগিয়ে এলো আমার দিকে।ভয়ে আতঙ্কে দিশেহারা আমি যখন ভাবছিলাম সব শেষ,ঠিক তখনি ঘটলো ঘটনাটা।
আচমকা দেখলাম ত্রয়ী দৌড়ে এসে দাঁড়ালো আমার সামনে। ক্ষীপ্র বাঘিনীর মতো লাফিয়ে পড়লো দানবটার ওপর। তারপর একটানে ছিঁড়ে ফেললো ওটার বিশাল মুখগহ্বরটা।

চলবে.......!

ত্রয়ী Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin