$-২-$ :কিন্তু,এভাবে আর কতদিন.......?

14 5 0
                                    

কিন্তু,এভাবে আর কতদিন.......?

এই বাংলা একসময় সেজেছিল ভয়ঙ্কর সাজে

মাতা-পিতা ভয় করে নিকো,
তার সন্তান হারাতে,
ঘোমটা পরা লাজুক বধুটিও
স্বামীকে বিদায় দিয়েছে খালি হাতে।

সন্তান হারানোর বেদনা,
সম্মান হারানোর বেদনা,
ভাই হারানোর বেদনা,
কাফন পরে বেঁচে থাকার বেদনা,
সব হারানোর বেদনা ভুলেছিল তারা
স্বাধীনতার আমেজে।

কিন্তু আজ কোথায় সে স্বাধীনতা?
স্বাধীনতা নয় এ যে স্বেচ্ছাচারিতা।
স্বাধীনতার এতো বছর পর,
কাগুজে স্বাধীনতা নিয়ে দিচ্ছি পথ পার,
এই খুশিতে দিন করছি পার।

আজকের বাংলাদেশ সেজেছে সেকি সাজে--

গোয়াল ভরা গরু ছিল,গোলা ভরা ধান ছিল......
ছিল,কিন্তু এখন আছে কী.....
এ প্রশ্নর উত্তর জাতি খোঁজে কী?
আমি আমার কাজে পরাধীন,
তুমি তোমার স্থানে পরের অধীন,
তাতে কী,দেশতো স্বাধীন।।

কিন্তু;এভাবে আর কতদিন........???

ভালোলাগার কবিতারা Wo Geschichten leben. Entdecke jetzt