$-৩-$ : ভেতর-বাহির

8 4 0
                                    

                ভেতর-বাহির

অপরূপ রূপে তুমি অপরূপা
স্নিগ্ধ তুমি,সিক্ত তুমি
অবুঝ তোমার হৃদয়
মন্থর তুমি,নিষ্প্রান তুমি
মাঝে মাঝে নির্দয়।।

চোখে তোমার মুক্ত প্রকৃতি
অবাধ্য সমুদ্র জল
গতি তোমার ঝর্ণার মতো
কখনও নদীর কলকল-----
হাসি তোমার বিদ্যুৎ চমৎকানো
অনিন্দ সুন্দর
মুখে তোমার ভরপুর লাবণ্য
যেন সবুজের প্রান্তর -----
চলন তোমার হরিণীর মতো
গতিময় চঞ্চল
কন্ঠ তোমার কোকিলের মতো
সবসময়ই উচ্ছল -----

অপরূপ রূপে তুমি অপরূপা
শুধু সচ্ছ নয় অন্তর
মিথ্যাকে কর সত্য তুমি
সত্যকে পরাও মিথ্যার আবরণ
ভেতর-বাহির নয়কো তোমার সমান উজ্জ্বল।।

ভালোলাগার কবিতারা Opowieści tętniące życiem. Odkryj je teraz