$-৬-$ : কৃষ্ণকলির ভালোবাসা

8 2 0
                                    

কৃষ্ণকলির ভালোবাসা

কৃষ্ণকলি ভাবে,বলবে কেউ এভাবে-

দিনের পর দিন,অবিরাম অবিরত
তীব্র দাবদাহে স্তব্ধ যে নগরজীবন,
এমন খরতাপের প্রখরতা ও তীব্রতার পর,
হঠাৎ এক পশলা সতেজ বৃষ্টির মতই
তোমার ভালোবাসা, আমার কাছে।
পর পর সাতদিন বা তারচেয়েও বেশি সময় ধরে
ঘোর বরষায় অতিক্ত যে নগরজীবন,
ঘন কালো মেঘে ঢাকা আকাশ আর অকারণ বারিধারার পর
হঠাৎ ফর্সা হয়ে যাওয়া সকালের আকাশের মতই
তোমার ভালোবাসা,আমার কাছে।
পর পর সাত মাস বা তার চেয়েও বেশি সময় ধরে
পরীক্ষার পর পরীক্ষায় অতিবাহিত যে বেকারজীবন,
অধরা সুখের আশায় চেয়ে থাকা চকোরের মতন,
হঠাৎ একটি খাম খুলেই অকল্পনীয় সুখের আস্বাদন
ঠিক তেমনই তোমার ভালোবাসা,আমার কাছে।
পর পর সাত বছর বা তার চেয়েও বেশি সময় ধরে
অপেক্ষার প্রহর গুনে যে ভালোবাসার মন,
অহর্নিশ চেয়ে থেকে নিরাশ হয় অবশেষে যখন
হঠাৎ তাকে সামনে পেয়ে চারিপাশ স্তব্ধ হয় যেমন
ঠিক তেমন তোমার ভালোবাসা,আমার কাছে।

বাস্তবে যা হয় কৃষ্ণকলির সাথে-

শ্যামা মেয়ে বা কৃষ্ণকলিকে কবিতায় ভালোবাসা যায়
বাস্তবে শ্যামা মেয়ের যুদ্ধ নিরন্তর...
অমাবস্যার আঁধার কালো,বাসে না কেউ ভালো
প্রখর সূর্যকিরণ আর স্নিগ্ধ চাঁদের আলো
বাসে সবাই ভালো।
ভালোবাসে সবাই ফুলের সুবাস আর শোভা
কাঁটার আঘাত পেতে চায় বল কেবা?
কৃষ্ণকলি যার জন্য অপেক্ষার প্রহর গুনে
সে তো খোঁজে সুনীল এর সুবর্ণ কংকন পরা ফর্সা রমনীরে......
কৃষ্ণকলিকে ভালোবাসা যায় কবিতার খাতায়
সুন্দর সুন্দর শব্দে আর ছন্দে বইয়ের পাতায় পাতায়
বাস্তবে কৃষ্ণকলির ভালোবাসা হয় উপেক্ষিত
আর মুখোশধারী কিছু মানুষের অনুকম্পায় নিমজ্জিত

কৃষ্ণকলি কয়-

আমায় তুমি ভালোবাস না, করুণা কর মাত্র
বাস্তবে আমি শুধুই তোমার করুণার পাত্র।

ভালোলাগার কবিতারা Where stories live. Discover now