$-৫-$ : দরজার ওপাশে

3 3 0
                                    

                  দরজার ওপাশে

হঠাৎ করেই....
অচেনা সব স্বপ্নেরা ভীড় করেছে আমার দরজায়,
যে স্বপ্ন কখনো দেখিনি আমি
যা নিয়ে কখনো ভাবিনি আমি
সেরকম কিছু অচেনা ভাবনা
কড়া নাড়ছে আমার দরজায়,বারবার।।

হঠাৎ করেই....
অচেনা কিছু দুঃখ আপন করতে চায় আমায়
যে বেদনার রং কখনো ছিল না আমার
মনের দেয়ালে কখনো আঁকিনি ছবি যার
সেরকম অচেনা কিছু দুঃখ, আজ
সম্মুখে বসে আছে, মুখোমুখি আমার।।

হঠাৎ করেই....
অচেনা কিছু অনিয়ম,নিয়ম ভাঙতে চায়
তিল তিল করে গড়ে তোলা শৃঙ্খল
সহসা এভাবে ভাঙি কী করে বল?
না,তবু সে মানে না, করে চলে ছল
বলে শুধু ভেঙে ফেলতে নিয়মের দর্প।।

হঠাৎ করেই....
অচেনা কিছু গল্প ভীড় করেছে মগজের এক কোণায়
যে গল্প আমি শুনিনি কারো কাছে
কল্পনাতেও আনিনি মনের মাঝে
সে গল্পগুলোই কুটকুট করে কামরায় মগজে
রুদ্ধ করেছি দ্বার,তবুও বারবার কড়া নাড়ে দাঁড়িয়ে....
                                    দরজার ওপাশে।।

ভালোলাগার কবিতারা Where stories live. Discover now