$-১০-$ : বন্ধু আমার

2 1 0
                                    

বন্ধু আমার

বন্ধু হলো-
কাঠফাটা রোদে এক পশলা বৃষ্টি
অনেক দিনের জানাশোনায় ভালোবাসার সৃষ্টি।

বন্ধু হলো-
হাড়কাঁপা শীতে এক চিলতে রোদ্দুর
সবার স্মৃতিতে মাখামাখি, মনে পড়ে যতদূর।

বন্ধু হলো-
এক আকাশ,সমুদ্র বা তারও চেয়ে বেশি উদারতা
সকলে মিলে হৈ হুল্লোর আর নিবিড় মধুরতা।

বন্ধু হলো-
বিশ্বাস আর আস্থার স্থায়ী এক ঠিকানা
সকল বিপদ,বাধা ডিঙাবার নিখাদ প্রেরণা।

বন্ধু হলো-
কিছু উচ্ছ্বাস,উল্লাস আর মধুর যন্ত্রণা
ভালো কিছু করে দেখাবার সুপ্ত মন্ত্রণা।

বন্ধু হলো-
একের কষ্টে সকলে মিলে একসাথে কেঁদে ওঠা
একজনের আনন্দে সবে মিলে উল্লাসে মেতে ওঠা।

বন্ধু হলো-
যত আজেবাজে কথা আর গালির ভাণ্ডার বিকেলের নাস্তায় চায়ের সাথে জমানো আড্ডার।

বন্ধু হলো-
নেই ভয় হারাবার,নেই ভয় ভুলে যায় যদি পাছে
মান-অভিমান শেষে,
ফিরে যায় সবে একে অপরের কাছে।

ভালোলাগার কবিতারা Onde histórias criam vida. Descubra agora