$-৯-$ : জীর্ণ ফাগুন

4 1 0
                                    

জীর্ণ  ফাগুন
লায়লাতুল সুলতানা

ষোড়শী সেই ফাগুনটা আজ
বত্রিশের বসন্তটারে, ফিশফিশিয়ে কয়..
ঝিমিয়ে গেলে নাকি?অতীত সেই রঙিন দিনগুলো
ভুলেই গেলে নাকি!
আজকের এই বসন্তটা মুচকী হেসে কয়..
জীর্ণ আমার দেহটা আজ,দেহের ভেতর রোগের বসবাস
মনটা আমার আজও,ষোড়শী সেই ফাগুনটাকে খোঁজে,
তারই মতন সেজে,নিজেই করে নিজের সর্বনাশ!
ফাগুন এল বনে বনে লাগিয়ে দিয়ে আগুন
ফাগুন এসেই করে দিল মনের রং দ্বিগুন,
দখিনা হাওয়া জানান দিল বসন্তের সুর
গেয়ে ওঠে কোকিলটা আজ, সুর সুমধুর।
ষোড়শী সেই ফাগুনটা আজ পড়ছে মনে বেশ,
দুই বেনুনীর দোলায় দোলায় আনন্দের ছিলনা শেষ।
রমনীর পরিপাটি খোঁপায় হলুদ গাঁদার ঠাঁই
চারদিকে সবাই মিলে ফাগুনের গান গাই।
ষোল না বত্রিশ, আমার জানা নাই
আমি তো আজও ফাগুনের রঙে নিজেকে রাঙাতে চাই
মৃত্যু আর জীবনের মাঝে,জানি সময় আছে অল্প
তবুও আমি লিখতে চাই রঙিন জীবনের গল্প।
মৃত্যু তোমার রক্তচক্ষুকে পাই না আমি ভয়
উপেক্ষা করে তেমার শাসন
উপেক্ষা করে তেমার বারণ
আজ আমি সারাটাদিন কাটাব ফাগুনময়
জীর্ণ ফাগুন তেমায় দিলাম আমি বিদায়
আগুনধরা ফাগুন যেমন বনের ডালে ডালে
নিজেকে আজ রাঙিয়ে নিলাম কৃষ্ণচূড়ার লালে
এই ফাগুনে মৃত্যু-মাতম তোমায়ও দিলাম বিদায়।

ভালোলাগার কবিতারা Where stories live. Discover now