$-৭-$ : গড়মিল

2 2 0
                                    

গড়মিল

হৃদয়ের বেলাভূমিতে আছড়ে পড়া সুবাসিত কিছু ফুল
সাদা;শুভ্র,পবিত্ররঙা হাজারো ফুল, নাকি বকুল....
জীবন সায়াহ্নে এসে অতীত, বর্তমান আর
জীবনের হিসেবের কিছু ভুল।

নাতিদীর্ঘ আলোচনা,সমালোচনায় কাছে-দূরে
কভু আদর আপ্যায়নে জীবন দোলে সুরে সুরে,
আপনজনের দূরত্বের দূরত্ব ক্রমাগত বেড়েই যায়
জীবন ভরে যায় একি দূর্বিষহ বিষন্নতায়।
চাওয়া পাওয়ার হিসেব যে আর মিলবার নয়
হিসেব মিলানোয় সহযোগিতা করার নেই কারো সময়,
আজ আমি কার?জানিনা;কে বা আমার
হাতে আছে অফুরন্ত সময়,তবে;সময় নেই ভাবিবার।
সময় বয়ে যায়,হয় মৃত্যুর সাথে আলাপ পরিচয়
খুব কাছ থেকে মৃত্যুকে দেখার সৌভাগ্য বল কজনের  হয়
এ সৌভাগ্যের বলে বলীয়ান যে কয়জন
তারাই করতে পারে জীবনের প্রকৃত মূল্যায়ন।
সূচনাতে সবই ঠিক,আমি তুমি নির্ভীক
যৌবনের উন্মাদনায় ভুল ভাবনাগুলোও হয় সঠিক
ধীরে ধীরে;বয়সের ভীড়ে;সত্য ভাসে আঁখিপটে
অবশেষে;ভুলের হিসেব কষে;জীবনসায়াহ্নের সমুদ্রতটে

হৃদয়ের বেলাভূমিতে আছড়ে পড়া সুবাসিত কিছু ভুল
লাল;সাদা অথবা অপরাজিতার মতো নীল ফুল....
জীবন সায়াহ্নে এসে জীবনের মিল- অমিল
হিসেবের খাতার পাওয়া গেল শুধু গড়মিল।

ভালোলাগার কবিতারা Dove le storie prendono vita. Scoprilo ora