$-১১-$ : অনুভবে বাংলা

2 1 0
                                    

অনুভবে বাংলা

যখন তখন সকাল কিংবা সন্ধ্যায়
মায়ের মুখে গল্প শুনি
ডরে ভয়ে সময় গুনি
সবইতো বাংলায়।।

প্রিয় তোমার চোখের ওপর
আমার দুচোখ স্থাপন করি,
চোখে চোখে কথা বলি
তুমিও বোঝ,আমিও বুঝি।।

বাবার হাতের স্নেহ পরশ
ভাইয়ের আদর মাখা ছোঁয়া
অনুভবে যায়যে বোঝা,
সবইতো বাংলায়।।

আমার যত কান্নাকাটি
আমার যত হাসাহাসি
আমার আনন্দ রাশি রাশি
সব প্রকাশ পায় বাংলায়।।

ওরা নাকি এই বাংলার ওপর
করেছিল হামলা?

অবাক আমি,অবাক আমরা,
পায় যে হাসি ব্যাঙ্গভরা,
আমার মায়ের মুখের ভাষা-
কেড়ে নিবি তোরা!!

এতই তোদের বল...
এতই তোদের আগ্নেয়াস্ত্রের শক্তি?
কেড়ে নিবি বাঙালীদের মুক্তি?

তাইতো মোরা দেখিয়ে দিলাম,
আমরা আছি,আমরা ছিলাম,
বাংলা মোদের মায়ের ভাষা
এই ভাষাতেই-
সকল রকম ভালোবাসা।

Has llegado al final de las partes publicadas.

⏰ Última actualización: Oct 18, 2019 ⏰

¡Añade esta historia a tu biblioteca para recibir notificaciones sobre nuevas partes!

ভালোলাগার কবিতারা Donde viven las historias. Descúbrelo ahora