তারপর নিশ্চয়ই রাজা সেই নেকড়েটার মাংস খেয়েছিলেন, বিজ্ঞের মতো কথাটা বলল রবিন। হ্যাঁ একদম তাই বলল মাসুম, তারপর থেকেই তো আসল ঝামেলার শুরু। ধীরে ধীরে রাজার মধ্যে পরিবর্তন দেখা দিতে শুরু করে। তিনি দিনে থাকতেন রাজা, আর রাতে হয়ে যেতেন এক ভয়ঙ্কর রক্ত চোষা জানোয়ার। এর মানে werewolf ইংলিশ সিনেমায় যে রকম দেখানো হয়? প্রশ্ন করে সুলতান। কিন্তু এসব শুধুই বানানো কাহিনী, বলে রবিন। তখন মাসুম বলে, দোস্ত এটা তোর কাছে বানানো কাহিনী হতে পারে। এবং কি আমিও এই কাহিনী বিশ্বাস করি না। কিন্তু হাজারও মানুষ এইসব বিশ্বাস করে। তোদের কি মনে হয় আমি এই কাহিনী কোথায় থেকে পেয়েছি? মানুষ এখনো এইসব কাহিনীর চর্চা করে। মাসুম তার পকেট থেকে পত্রিকার একটা টুকরো বের করে সবাইকে দেখিয়ে বলে, তোরা জানিস এটা কি? নয়ন মাসুমের হাত থেকে কাগজের টুকরোটা নিয়ে দেখে বলে, আরে এটা তো এই কাহিনীটাই যেটা মাত্র শোনালি। তখন আবার মাসুম বলতে শুরু করে, হম''' আট বছর আগে চারশো বছর আগের কাহিনীটি পত্রিকায় আসে। তখন রবিন বলে, এতে সিরিয়াস হওয়ার কি আছে। সাংবাদিকটার হয়তো কোনো কাজ ছিল না তাই বসে বসে চারশো বছর আগের কাহিনী বানিয়ে পত্রিকায় দিয়ে দিয়েছে। এমনটা নয়, বলে মাসুম তার পকেট থেকে পত্রিকার আরেকটি টুকরো বের করে রবিনের হাতে দিল। রবিন টুকরোটা পড়া শুরু করে,
গত পাঁচদিন আগে সরকারি চারজন explorer জঙ্গল মহলে যায় চারশো বছর আগের খাজনার রহস্য উদঘাটন করতে। কিন্তু এখন আর তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। শোনা গেছে এর আগে পাঁচজন Teaser Hunter ও সেখানে গিয়ে আর ফিরে আসেনি।
DU LIEST GERADE
রক্ত পিপাসা
Werwolfচারিদিকে প্রচণ্ড অন্ধকার। খোলা তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে রবিন। পুরো শরীর থরথর করে কাঁপছে রবিনের। মানুষ দুটো সময়ে কাঁপে, প্রথমত ভয় পেলে আর দ্বিতীয়ত রাগে। রবিনের মধ্যে বর্তমানে দুটোই বিদ্যমান আছে। হঠাৎ পেছন দিক থেকে আওয়াজ এলো। রবিন পেছনে ফিরে তাকাল...