৪র্থ পর্বঃ- তাসমিয়াহ্ (বিসমিল্লাহ্)

18 1 1
                                    

৪র্থ পর্ব

তাসমিয়াহ্ (বিসমিল্লাহ্)

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
(বিসমিল্লাহির রহমানির রহীম) পড়তেন। [১]

জোরে বা চুপে চুপে উভয় ভাবেই তা পড়া সঠিক। বেশিরভাগ দলিলের পরিপ্রেক্ষিতে আম ভাবে চুপে চুপে পড়া ভালো।[২]

এ মাসআলা-য় কঠোরতা প্রয়োগ করা ভালো নয়।

[১] নাসাঈঃ ৯০৬, সানাদ সহীহ।
সহীহ বলেছেন ইবনে খুযাইমাহঃ ৪৯৯, ইবনে হিব্বানঃ আল ইহসান ১৭৯৪, হাকিম শাইখাইনের শর্তে (১/২৩২)- যাহাবি সহমত পোষণ করেছেন।

জ্ঞাতব্যঃ এই রেওয়াইয়াতের রাবী সাঈদ বিন আবি হিলাল এই হাদীস ইখতিলাত এর পূর্বে বর্ণনা করেছেন। খালিদ বিন ইয়াযিদ এর সাঈদ বিন আবি হিলাল থেকে রেওয়াইয়াত সহীহ বুখারি (১৩৬) ও মুসলিম (১৯৭৭) এ রয়েছে।

[২] জোরে পড়ার পক্ষে – দেখুন আন নাসাঈ ৯০৬;সানাদ সহীহ।

চুপে চুপে পড়ার পক্ষে- দেখুন সহীহ ইবনে খুযাইমাহ ৪৯৫; সানাদ হাসান। সহীহ ইবনে হিব্বান, আল ইহসানঃ ৫৯৬; সানাদ সহীহ।

চলবে...

নামাজে আমরা কি পড়ি?Onde histórias criam vida. Descubra agora