১৩তম (শেষ) পর্বঃ- শেষ বৈঠক : দোআ

16 1 1
                                    

শেষ বৈঠক : দোআ

اَللّهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْمًا كَثِيرًا

হে আল্লাহ্‌! নিশ্চয় আমি নিজের উপর অনেক বেশি যুলুম করেছি;

وَّلاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ

আপনি ছাড়া আর কেউই গুনাহসমূহ মাফ করতে পারে না;

فَاغْفِرْلِي مَغْفِرَةً مِّنْ عِنْدِكَ وَارْحَمْنِي

সুতরাং আপনার ক্ষমা হতে আমাকে মাফ করে দিন এবং আমার প্রতি আপনি রহম করুন;

إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ

নিশ্চয় আপনি মার্জনাকারী,দয়ালু।

বুখারি: ৮৩৪, মুসলিম: ২৭০৫

অর্থপূর্ণ নামায (সলাত) অ্যাপ

প্রত্যেক ফরয নামাযের শেষ অংশে (দুয়া মাসুরা হিসেবে) যেই দুয়া করা হয়, সেটা হচ্ছে আরেকটা দুয়া কবুলের শ্রেষ্ঠ সময়। এই সময় ‘দুয়া মাসুরা’ বা হাদীসে বর্ণিত যেই দুয়াগুলো আছে সেইগুলো করা ভালো।

এছাড়া কেউ দুনিয়া আখেরাতের কল্যানের জন্য অন্য যেকোনো দুয়া করতে পারবেন। বিশেষ করে নিজের জন্য নিজের মাতা-পিতা, ভাই-বোন, বা যেকোনো মুসলিমের জন্য দুয়া করতে পারেন। কুরআনে বর্ণিত দুয়াগুলো করতে পারবেন।

পুরুষরা জামাতে পড়লে হয়তো খুব বেশি সময় পাবেন না, কিন্তু মা-বোনদের উচিত বেশি বেশি দুয়া মাসুরা বা কুরআন হাদীস থেকে গুরুত্বপূর্ণ দুয়াগুলো আরবীতে মুখস্থ করে ফরয নামাযে পড়া। এছাড়া নফল, সুন্নত যেকোন নামাযে সালাম ফেরানোর পূর্বে দুয়া করা যায়।

দোআ: [১] কবর ও জাহান্নামের আযাব এবং জীবন, মৃত্যু ও দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাওয়ার দোআ

اللّٰهُــمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ، وَمِنْ عَذَابِ جَهَنَّمَ، وَمِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ، وَمِنْ شَرِّ فِتْنَةِ الْمَسِيْحِ الدَّجَّالِ

আল্লা-হুম্মা ইন্নী আ‘ঊযু বিকা মিন ‘আযা-বিল ক্বাবরি ওয়া মিন ‘আযা-বি জাহান্নামা, ওয়া মিন ফিতনাতিল মাহ্ইয়া ওয়াল মামা-তি, ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জা-ল

নামাজে আমরা কি পড়ি?Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin