৯ম পর্বঃ- সিজদাহ

8 1 1
                                    

সিজদাহ

سُبْحَانَ رَ بِّيَ الْأَعْلَىٰ

আমার মহান সুউচ্চ প্রভু পবিত্র।

[মুসলিম: ৭৭২, আবু দাউদ: ৮৭১]

তারপর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর (আল্লাহু আকবার) বলে (অথবা বলতে বলতে) সাজদাহ'র জন্য ঝুঁকতেন।

[আল বুখারিঃ৮০৩; মুসলিমঃ ৩৯২]

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
“ যখন তোমাদের মধ্যে কেউ সাজদাহ করবে তখন সে যেনো উটের মত করে না বসে (বরং) নিজের দুই হাত নিজের হাঁটুর পূর্বে (মাটিতে) রাখে।”

[আবু দাউদঃ ৮৪০; সানাদ সহীহ মুসলিমের শর্তে। আন নাসাঈঃ ১০৯২; সানাদ হাসান/ সাইয়্যেদুনা]

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদায় নাক ও কপাল জমিনে (খুব) জমিয়ে রাখতেন (অর্থাৎ চেপে ধরতেন)। বাহুদ্বয় নিজের বগল থেকে দূরে রাখতেন রবং দুই হাতের কজি বুক বরাবর মাটিতে রাখতেন।

[আবু দাউদঃ ৭৩৪, সানাদ হাসান]

সাইয়্যেদুনা ওয়াঈল বিন হুজর রাযিয়াল্লাহু আনহু বলেন, “রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাজদাহ করলেন তখন নিজের উভয় হাতের কব্দিদ্বয় কান বরাবর রাখলেন।

[আবু দাউদঃ ৭৩৬; সানাদ সহীহ। নাসাঈঃ ৮৯০। সহীহ বলেছেন- ইবনে খুযায়মাহঃ ৪৮০, ইবনে হিব্বানঃ আল ইহসানঃ ১৮৫৭]

সাজদায় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দুই বাহু বগল থেকে সরিয়ে রাখতেন।

[আবু দাউদঃ ৭৩০: সানাদ সহীহ ]

সাজদায় বিজের হাত (মাটিতে) রাখতেন- না সেগুলো বিছিয়ে দিতেন আর না (খুব) গুটিয়ে নিতেন। নিজের পায়ের আঙুলগুলো কিবলামুখী রাখতেন।

[আল বুখারিঃ ৮২৮ ]

তাঁর বগলের শুভ্রতা [সাদা বা ফর্সা ভাব] দৃশ্যমান হতো।

নামাজে আমরা কি পড়ি?Où les histoires vivent. Découvrez maintenant