১১তম পর্বঃ- তাশাহ্হুদ (আত্তাহিইয়া-তু)

14 2 1
                                    

তাশাহ্হুদ (আত্তাহিইয়া-তু)

التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ

যাবতীয় মৌখিক,শারীরিক এবং আর্থিক ইবাদত আল্লাহর জন্য।

اَلسَّلاَمُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَتُ اللَّهِ وَبَرَكَاتُه،

হে নবী,আপনার ওপর শান্তি এবং আল্লাহ্‌র রহমত ও বরকত বর্ষিত হোক।

اَلسَّلاَمُ عَلَيْنَا وَعَلَىٰ عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ

আমাদের এবং আল্লাহ্‌র নেক বান্দাদের উপর শান্তি বর্ষিত হোক।

أَشْهَدُ أَنْ لاَّإِلـٰـهَ إِلاَّ اللَّهُ

আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ্ ছাড়া ইবাদতের যোগ্য কোন সত্য মাবুদ নেই।

وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُه

এবং আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মাদ(সঃ) তাঁর বান্দা ও রাসূল।

বুখারি: ৮৩১, মুসলিম: ৪০২

এটা নিয়ে বাসিরা মিডিয়া এর একটা দারুন ভিডিও আছে। এই ভিডিওটা অবশ্যই দেখবেন।

ভিডিও লিঙ্কঃ- https://youtu.be/IrKRhUnUaic

নামাজে আমরা কি পড়ি?Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin