পর্ব ৭ঃ- রুকুর তাসবিহ্

14 1 1
                                    

৭ম পর্ব

রুকু

سُبْحَانَ رَ بِّيَ الْعَظِيم

আমার মহান প্রভু পবিত্র ।

[আবু দাউদ: ৮৭১]

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু করতেন তখন নিজের হাত দুটো দ্বারা নিজের হাঁটু শক্ত করে ধরতেন। আতঃপর নিজের কমর ঝুকাতেন (এবং বরাবর সমান করতেন)

[আল বুখারিঃ ৮২৮ ]

তাঁর মাথা না তাে (পিঠ থেকে) উঁচু হত এবং না তাে নিচু হতাে (বরং পিঠ বরাবর থাকতাে)

[মুসলিমঃ ৪৯৮ ]

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দুই হাতের তালু হাঁটুতে রাখতেন ও ই'তিদাল (মধ্যম ভাবে) সহিত রুকু করতেন, না। মাথা খুব বেশি ঝুকাতেন না খুব বেশি তুলতেন বা উচু করতেন।

[আবু দাউদঃ ৭৩০; সানাদ সহীহ ]

অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাথা মুবারাক একদম তাঁর পিঠ বরাবর থাকতাে।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু করতেন তাে, নিজের দুই হাত এমনভাবে নিজের হাঁটুর উপর রাখতেন যেন কোনাে কিছু ধরে আছেন (অর্থাৎ শক্ত করে ধরতেন) এবং দুই হাত কামানের বন্দুকের মতাে তাক করে (সােজা করে) বগল থেকে দূরে রাখতেন।

[আবু দাউদঃ ৭৩৪; সাদ হাসান। এবং তিরমিযী বলেন (২৬০) " হাদিছটি হাসান সহীহ" ও সহীহ বলেছেন ইবনে খুযাইমাহ (৬৮৯) এবং ইবনে হিব্বানঃ আল ইহসানঃ ১৮৬৮]

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু তে (সুবহানা রব্বিয়াল 'আযীম) পড়তে থাকতেন।

[মুসলিমঃ ৭৭২ ]

তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি (এই দু'আ) রুকুতে পড়বার হুকুম দিতেন।

[আবু দাউদঃ ৮৬৯; সানাদ সহীহ। ইবনে মাজাহঃ ৮৮৭। সহীহ বলেছেন ইবনে খুযাইমাহঃ ৬০১, ৬৭০, ও ইবনে হিব্বানঃ আল ইহসানঃ ৮৯৬। এবং আল হাকিমঃ ১/২২৫, ২/৪৭৭।]

মায়মূন বিন মেহরান (তাবি'ঈ) এবং যাহিরি (তাবি'ঈ) বলেন, "রুকু ও সিজদায় তিন তাসবিহ এর কম পড়া উচিত নয়।"

[মুসান্নাফে ইবনে আবি শাইবাহঃ ১/২৫০; হা/২৫৭১; সানাদ হাসান) ]

'আয়িশাহ্ (রাযি.) হতে বর্ণিত। তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকূ' ও সাজদাহ্য় এ দু'আ পড়তেন-

سُبْحَانَكَ اللَّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ اللَّهُمَّ اغْفِرْ لِي

উচ্চারণ: সুবহা-নাকাল্লা-হুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লা-হুম্মাগফির লী।

''হে আমাদের রব আল্লাহ্! আপনার পবিত্রতা বর্ণনা করছি এবং আপনার প্রশংসা করছি। হে আল্লাহ্! আপনি আমাকে ক্ষমা করে দিন''।

(আধুনিক প্রকাশনীঃ ৭৫০, ইসলামিক ফাউন্ডেশনঃ ৭৫৮)

হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ দোয়াটি বেশি বেশি পড়তেন।

«اللَّهُمَّ لَكَ رَكَعْتُ وَبِكَ آمَنْتُ، وَلَكَ أَسْلَمْتُ، خَشَعَ لَكَ سَمْعِيْ وَ بَصَرِيْ وَ مُخِّي وَ عَظْمِيْ وَ عَصَبِيْ

উচ্চারণ : আল্লা-হুম্মা লাকা রাকাআতু ওয়াবিকা আ-মানতু ওয়া লাকা আসলামতু। খাশাআ লাকা সামঈ, ওয়া বাসারি, ওয়া মুখখি ওয়া আজমি, ওয়া আসাবি।

অর্থ : "হে আল্লাহ! আমি আপনার জন্যই রুকু করলাম, আপনার উপরই ঈমান এনেছি, আপনার কাছেই নিজেকে সঁপে দিয়েছি। আপনার নিকট অবনত আমার শ্রবণশক্তি, আমার দৃষ্টিশক্তি, আমার মজ্জা, আমার অস্থি ও আমার শিরা-উপশিরা।"

(মুসলিম, মিশকাত)

এই দুআগুলাের মধ্য থেকে যেকোনাে দু'আই পড়া যায়।

এই দু'আ গুলােকে একই রুকু বা সিজদায় জমা' করা বা একত্র করে পড়া কোনাে স্পষ্ট দলিল দ্বারা প্রমাণিত নয়। তবে তাশাহুদের হালাতের "অতঃপর তার যে দু'আ পছন্দ হয় তা সে পড়বে"

(আল বুখারি ৮৩৫, মুসলিমঃ ৪০৩)

এই আম দলিলে দ্বারা এই দু'আ গুলো জমা ' বা একত্র করা জায়েজ।

ওয়াল্লাহু আ'লাম।

মূলঃ সাহীহ নামাযে নাবাওয়ী; হাদইয়াতুল মুসলিমিন নামায কি এহেম মাসাইয়েল মা'আ মুকাম্মাল নামাযে নাবাওয়ী, যুবাঈর আলি যাঈ,পৃষ্ঠা ১০৭-১১০

নামাজে আমরা কি পড়ি?Onde histórias criam vida. Descubra agora